নাগপুরে বাংলাভাষীকে হয়রানি, ৫ শ্রমিককে ফেরাতে উদ্যোগ অভিষেকের
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় কথা বলার জন্য মহারাষ্ট্রের নাগপুরে হয়রানির শিকার হলেন একদল পরিযায়ী শ্রমিক। তাঁদের রীতিমতো তাড়া করে পুলিস। কোনওমতে পালিয়ে নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেন তাঁরা। পরে জাহিরউদ্দিন ফকির নামে এক শ্রমিক ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করে তাদের ঘটনার কথা জানান। সেটা জেনেই সাংসদ তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। জানা গিয়েছে, নাগপুরে একটি দর্জি কারখানায় কাজ করেন ওই শ্রমিকরা। বাজারে বাংলায় কথা বলতে শুনে এলাকার লোকজন পুলিসকে খবর দেন। পুলিস ধরতে গেলে পালানোর চেষ্টা করেন শ্রমিকরা। তখন তাড়া করা হয় তাঁদের। বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বুধবার খবরটি জানতে পারেন। তিনি বলেন, জাহিরুদ্দিন ফকির সহ পাঁচজনকে পুলিসি হয়রানির শিকার হতে হয়েছে। কোনওমতে তাঁরা পালিয়ে বাঁচেন। এরপর জাহির ফোনে তাঁর পরিবারে যোগাযোগ করে আতঙ্কের কথা জানান।