পথশ্রী: বারাকপুর বিধানসভায় ২৩৫ রাস্তা তৈরির পরিকল্পনা
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পথশ্রী প্রকল্পে বারাকপুর বিধানসভা এলাকায় ২৩৫টি রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই তালিকা পোর্টালে আপলোড করা হয় বুধবার। বারাকপুর এবং টিটাগর পুরসভার ৪৭টি ওয়ার্ডের কাউন্সিলারদের কাছ থেকে পাঁচটি করে রাস্তার নামের তালিকা নেওয়া হয়। সেইসব রাস্তা মেরামতের প্রয়োজনীয়তা বিচার করে পথশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এর জন্য দু’টি পুরসভার সব কাউন্সিলারদের সঙ্গে বুধবার সুকান্ত সদনে বৈঠক করলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ সাউ এবং বারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস। রাজ চক্রবর্তী জানিয়েছেন, এবার যা বৃষ্টি হয়েছে, গত ৩০ বছর এত বৃষ্টি হয়নি। তাই অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্প দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ২৩৫টি রাস্তা মেরামত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানুয়ারি মাসের মধ্যে এই সব রাস্তা তৈরি হয়ে যাবে। -নিজস্ব চিত্র