নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটিতে ফের হুমকি ফোন। এবার আমেরিকা কিংবা কানাডা, অর্থাৎ বিদেশ থেকেও ফোন করে হুমকি দেওয়া হল পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে। খড়দহ থানায় এনিয়ে অভিযোগও দায়ের হয়েছে। আর তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জলঘোলা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস।
মাসকয়েক আগেই পানিহাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন সোমনাথ দে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পানিহাটি শহর তৃণমূল (পূর্ব) সভাপতি সম্রাট দে’কে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। একইভাবে পুরসভার কাউন্সিলার তথা সিআইসি সদস্য তাপস দে ও ভাইস চেয়ারম্যান সুভাস চক্রবর্তীকেও হুমকি দেওয়া হয়।
পুলিস ওই ফোন নম্বর খতিয়ে দেখে বুঝতে পারে আমেরিকায় বসে ফোন করা হচ্ছে। কিন্তু কে এবং কী কারণে এই অবাঞ্ছিত ফোন করছে, তা পুলিস এখনও জানতে পারেনি। এমনকী, গতকাল একটি নিউজ চ্যানেলের নাম করে সমাজ মাধ্যমে সম্রাটবাবুকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাচক্রে এই তিন নেতাই পানিহাটিতে দলের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরোধী হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে পানিহাটি শহর তৃণমূল সভাপতি (পশ্চিম) প্রবীর ভট্টাচার্য ওরফে কূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে তা স্থানীয় গোষ্ঠী কোন্দল থেকেই। প্রবীরবাবু নিজে স্থানীয় কাউন্সিলার তথা আইএনটিটিইউসি সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। যদিও তিনি তা অস্বীকার করেন।
কিন্তু গত ১৬ ও ১৭ তারিখ পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে’র কাছে পরপর চারবার আসা হুমকি
ফোন তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। কারণ, তদন্তকারীরা জানিয়েছেন, +১৭ ১৬৫৭৩৫২৮০ নম্বর থেকে এই ফোন এসেছিল। +১৭ কোড আমেরিকা বা কানাডা দেশকে চিহ্নিত করে। সোমনাথবাবু বলেন, এইচবি টাউনের রাস্তাসহ পানিহাটির একাধিক বিষয় নিয়ে হুমকি দেওয়া হয়। সম্রাটবাবুকে যে ফোন নম্বর
থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই একই নম্বর থেকেই আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি বিষয়টি পুলিস কমিশনারকেও জানিয়েছি।