নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের গণপরিবহণে কার্যত বৈপ্লবিক বদল আসতে চলেছে। মেট্রো রুটে জুড়তে চলেছে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা। শুধু তাই নয়, দেশের অন্যতম ব্যস্ত দু’টি রেলস্টেশন হাওড়া ও শিয়ালদহ সরাসরি যুক্ত হচ্ছে অভিন্ন মেট্রো পথে। টানা ৬ বছর ধরে বিস্তর কাঠখড় পোড়ানোর পর পাতালপথে জুড়ে যাচ্ছে এসপ্ল্যানেড ও শিয়ালদহ। কাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ রুটে এদিন থেকেই যাত্রী পরিষেবা শুরু হবে না। মেট্রো সূত্রের দাবি, শনিবার বা সোমবার থেকে যাত্রীদের জন্য খুলে যাবে এই করিডর।
উল্লেখ্য, ২০১৯ সালে বউবাজারে সুড়ঙ্গ কাটতে গিয়ে বিপর্যয় ঘটেছিল। তার ফলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তী সময়ে আরও দু’বার মাটির তলায় ধস নামে। টানেল ক্ষতিগ্রস্ত হয়। ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম ও অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে শেষ পর্যন্ত পাতালপথে এসপ্ল্যানেড-শিয়ালদহ সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়। যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে গত ২৮ এপ্রিল কমিশনার অব রেলওয়ে সেফটির (সিআরএস) অনুমতি মেলে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! লক্ষ লক্ষ মানুষের রোজকার যাত্রা আরও সহজ ও সুগম হতে চলেছে। এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বিক্ষিপ্ত রুটে মেট্রো চলে। শিয়ালদহ-এসপ্ল্যানেড যুক্ত না থাকায় ইস্ট-ওয়েস্টের সম্পূর্ণ রুটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল মানুষ। সেই দিন শেষ হতে চলেছে। জানা গিয়েছে, সারাদিনে ১৮৬টি মেট্রো পরিষেবা মিলবে এই রুটে। ব্যস্ততার নিরিখে দিনের বিভিন্ন সময় ৮, ১২ ও ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। এই রুটেরই অন্যতম আকর্ষণ দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে ছুটে যাওয়া যাত্রীবোঝাই মেট্রো, যা নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ তুঙ্গে।