• পারিবারিক বিবাদে শ্বাসরোধ করে খুন স্ত্রীকে, উত্তরপাড়া থানায় হাজির স্বামী
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাতেই শ্বাসরোধ করে খুন করেছিলেন স্ত্রীকে। মৃতা স্ত্রীকে বিছানায় মুখ ঢেকে রেখে সেই ঘরেই ঘুমিয়ে পড়েন। সকালে দরজায় তালা দিয়ে পাশেই দিদির বাড়িতে যান। পঞ্চাশোর্ধ অশোক চট্টোপাধ্যায় তাঁর বড় দিদির পায়ে হাতে প্রণাম করে বলেছিলেন, কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। তারপরে সটান থানায় চলে যান ওই ব্যক্তি। মাঝে অবশ্য আত্মীয়দের কয়েকজনকে ফোন করে স্ত্রী’কে খুনের কথা জানিয়েছিলেন। তাও নিতান্ত সহজ ভঙ্গিমায়। যেন, খুব সাধারণ একটি ঘটনা। যা চমকে দিয়েছে আত্মীয়দের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া থানার কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। 

    উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, অশোককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। বুধবারই তাঁর ঘরের তালা ভেঙে স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়ের (৫৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাজারে প্রচুর ধারদেনা হয়েছিল অশোকের। তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তা নিয়েই বয়সে কিছুটা বড় স্ত্রী’র সঙ্গে তাঁর নিত্য ঝামেলা হতো। মঙ্গলবার রাতেও সন্তানহীন দম্পতি বচসায় জড়িয়েছিলেন। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে সকালে প্রণাম করে বেরিয়েছিলেন অশোক। কিছু পরে বাড়িতে আসে পুলিস ও স্থানীয় কাউন্সিলার। ভাই খুন করে থানায় গিয়েছে শুনে হতভম্ব হয়ে যান ওই প্রৌঢ়া। তিনি বলেন, সকালে যখন এসেছিল তখন শান্তভাবে কথা বলছিল। ভাবতেই পারিনি এমন ঘটনা ঘটেছে। অশোকের খুড়তুতো বউদি লীনা চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রায়শই সবিতা আর অশোক ঝগড়া করতেন। মঙ্গলবার রাতেও দু’জনের তুমুল ঝগড়া হয়েছিল। তবে খুন করে ফেলবে ভাবিনি। স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ চক্রবর্তী বলেন, অশোক চট্টোপাধ্যায় আগে পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। বছর চারেক আগে কাজ ছেড়ে দেন। বর্তমানে সেভাবে কোনও কাজ করতেন না। 

    ১৮ বছর আগে বয়সে বড় সবিতাদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল কোন্নগর মাস্টারপাড়ার অশোকের। অশোক বরাবর খামখেয়ালি। কয়েক বছর ধরে তার উপরে অনলাইন জুয়া সহ নানা ধরনের জুয়া খেলার অভ্যেস তৈরি হয়েছিল। তার জেরেই প্রচুর ঋণের বোঝা চেপেছিল তার ঘাড়ে। পুলিসের একটি সূত্রে জানা গিয়েছে, একজনের কাছ থেকে ঋণ নিয়ে অন্যজনের ঋণ শোধ করে গত কয়েকবছর ধরে চলছিলেন অশোক। কিন্তু স্থায়ী কোনও আয় না থাকায় ঋণের বোঝা কমেনি, উল্টে বেড়েছে। এনিয়ে স্ত্রীর সঙ্গে লাগাতার বিবাদ হতো। স্ত্রীকে চুপ করাতেই মঙ্গলবার রাতে শ্বাসরোধ করেন অশোক। তাতেই সবিতাদেবীর মৃত্যু হয়।  শোকস্তব্ধ আত্মীয়রা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)