পুলিসি অভিযান, ক্ষুব্ধ শিল্পীরা, দুর্গাপুজোর মুখে কাজ বন্ধের হুমকি কুমোরটুলিতে
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থার্মোকল বন্ধ করতে পুজোর মুখে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিস। তা বন্ধ না করা হলে এই ব্যস্ত সময়ে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কুমোরটুলির শিল্পীরা। বুধবার মৃৎশিল্পী সংগঠন এই হুঁশিয়ারি দিয়ে লাগাতার আন্দোলন চালানোর হুমকি দিয়েছে। শিল্পীরা উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘ইতিমধ্যেই দুর্গাপুজোর জন্য শিল্পীরা প্রতিমার থার্মোকলের সাজসজ্জার বরাত পেয়ে গিয়েছেন। এই সময় যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে প্রতিমা তৈরি সমস্যায় পড়বে। শিল্পীদের আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হবে। সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে এই বিষয়ে সরকারি ছাড়পত্র মিললে ভালো হয়। না হলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে।’
কুমোরটুলির মৃৎশিল্পী সংগঠনের দুই কর্তা বাবু পাল ও রঞ্জিত সরকার ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘থার্মোকলের সাজ ব্যবহার করলে দূষণ হবে এ কথা বলা হচ্ছে। সে ক্ষেত্রে যদি সরকারি তরফে সঠিক বিকল্পের বিষয়ে জানানো হয় তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ বেঁচে যাবেন। না হলে শুধুমাত্র পরিবেশের দোহাই দিয়ে যদি এই চরম ব্যস্ততার সময় পুলিসি অভিযান চলতেই থাকে তাহলে শিল্পীদের পথে বসা ছাড়া আর কোনও উপায় থাকবে না।’ কুমোরটুলির সাজশিল্পী প্রসূন দে ও প্রদীপ দে বলেন, ‘পুজো দোরগোড়ায় চলে এসেছে। এখন শিল্পীদের নাওয়া খাওয়ার পর্যন্ত সময় নেই। এই সময় যদি থার্মোকল নিয়ে পুলিস এই ধরনের সমস্যা তৈরি করে তাহলে কীভাবে কাজ চলবে? শিল্পীরা তো অপরাধী নন যে লুকিয়ে চুরিয়ে কাজ করবেন। এই বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা জরুরি। পুজোর আগে এই ধরনের অভিযান অমানবিক।’
এদিন কুমোরটুলির বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা গিয়েছে, যে সমস্ত শিল্পীরা থার্মোকল দিয়ে প্রতিমার সাজসজ্জা তৈরি করতেন তাঁদের সবাই এই নিয়েই আলোচনায় ব্যস্ত। চিত্রগ্রাহকদের দেখলে আতঙ্কিত হয়ে পড়ছেন। পুলিস না সংবাদপত্রের প্রতিনিধি তা জনে জনে জিজ্ঞেস করছেন। মৃৎশিল্পী কমল পাল, সমীর পাল, দীপঙ্কর পাল বলেন, ‘আমরা চাই দ্রুত এই সমস্যার জট কাটুক। না হলে শান্তিতে কাজ করতে পারছি না। এই সমস্যায় প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে। পুজোর আগে নির্দিষ্ট সময় উদ্যোক্তাদের হাতে মূর্তি তুলে দিতে সমস্যা দেখা দেবে।’ সবমিলিয়ে প্রবল আতঙ্ক কুমোরটুলিতে। পুজোর ঠিক আগে দেখা দিয়েছে অচলাবস্থা।