• বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
    দৈনিক স্টেটসম্যান | ২১ আগস্ট ২০২৫
  • সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘে ঢাকা। কোথাও হালকা বৃষ্টি হলেও মূল দাপট আসছে বৃহস্পতিবার থেকে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

    আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ওড়িশা ও ছত্তিসগড় সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে। ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর জেরে ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে সতর্কতা জারি হয়েছে। বুধবার খানিকটা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে তার তীব্রতা বাড়বে। শুক্রবার বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গেও একই পরিস্থিতি চলবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েও ঝড়-বৃষ্টির পরিস্থিতি চলবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)