• সংবিধান সংশোধনী বিল নিয়ে বিতর্ক, বৈঠকে রাজি হবে রাশিয়া-ইউক্রেন? বৃহস্পতিবার কোন খবরে নজর?
    এই সময় | ২১ আগস্ট ২০২৫
  • সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করার পরেই শুরু বিতর্ক। বুধবার বিলের কপি ছিঁড়ে ফেলে বিরোধীরা। ক্ষমতার অপব্যবহার করতেই এই বিল আনা হয়েছে বলে দাবি বিরোধীদের। বৃহস্পতিবারও এই ইস্যুতে সংসদ সরগরম হতে পারে বলে মনে করা হচ্ছে।

    মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ১৬ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ১৭ তারিখ রাত ১টার আগে পর্যন্ত মধ্যমগ্রামের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ জোগাড় করতে শুরু করেছে এসটিএফ। কী কারণে আততায়ীর কাছে বোমা ছিল সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার উঠে আসবে নতুন তথ্য?

    বিহারে SIR-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই ইস্যুতে সংসদের উভয় কক্ষে প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার এই ইস্যুতে সংসদে নতুন করে সরব হবে বিরোধীরা। লোকস্বরে বিরোধী রাহুল গান্ধীকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে নতুন কোনও আপডেট হবে? নজর থাকবে বৃহস্পতিবার।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কী আপডেট? দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই ইতিমধ্যে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন কোনও বার্তা দিতে পারে পুতিন বা জ়েলেনস্কি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক আদৌ হবে? নজর সব দেশের।

    কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও সুরুচি সংঘ। নৈহাটি স্টেডিয়ামে দুপুর তিনটে নাগাদ এই ম্যাচ হবে।

  • Link to this news (এই সময়)