• Breaking News LIVE: হামলার পর বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তার নিরাপত্তা
    এই সময় | ২১ আগস্ট ২০২৫
  • নিজের বাসভবনেই বুধবার আক্রান্ত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তা। এর পরেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের। রেখা গুপ্তার জন্য মোতায়েন করা হলো Z ক্যাটিগরির নিরাপত্তা।

    দেশের শেয়ার বাজারে পজ়িটিভ স্টার্ট হলো বৃহস্পতিবার। শেষ ক্লোজ়িংয়ের থেকে বেশি পয়েন্টে এ দিন ওপেনিং হয়েছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স সেনসেক্স ও নিফটি৫০-র। সাড়ে ৯ টায় সেনসেক্স বেড়েছে ০.১৫ শতাংশ এূবং নিফটি বেড়েছে ০.০৯ শতাংশ।

    ভারতের প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির মুখে শোনা গেল তুমুল সমালোচনা। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ট্রাম্পের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন নিকি। বেজিংয়ের সঙ্গে লড়াইয়ে দিল্লিকে পাশে দরকার বলে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন তিনি।

    বৃহস্পতিবারও বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল দিল্লির পাঁচ অভিজাত স্কুলে। বোমা রাখা হয়েছে বলে জানানো হয়েছে ওই মেল-এ। খবর পেয়ে প্রসাদ নগর ও দ্বারকা সেক্টর ৫-এর ওই পাঁচ স্কুলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি। এই নিয়ে একটানা তৃতীয় দিন বোমা বিস্ফোরণের হুমকি পেল রাজধানীর স্কুল। গত মাসেও একাধিক বার একইভাবে বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল এসেছিল একাধিক স্কুলে।

    কোনও হুমকিতেই যে ঝুঁকবে না ভারত, তা আরও এক বার বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার শুল্ক হুঁশিয়ারি আর তেল কেনা নিয়ে টানাপড়েনের মাঝেই ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা জয়শঙ্করের। তিন দিনের রাশিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী। রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন তিনি। তাতেই মস্কোর সঙ্গে বাণিজ্য আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ অর্থাৎ বৃহস্পতিবারও নজর থাকবে বিদেশমন্ত্রীর রাশিয়ার কর্মসূচিতে।

    ইজ়রায়েলের সেনা শিবিরে হামলা চালাল হামাস। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন ইজ়রায়েলি সেনা গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পাল্টা মৃত্যু ১০ হামাস জঙ্গির।

    দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে বারবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম সুব্রত মন্ডল। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তাঁকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)