• এসপ্ল্যানেড ওয়েস্ট নয়, ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ অভিষেকের প্রস্তাবে সাড়া দিয়ে নামবদল করল কলকাতা পুরসভা
    এই সময় | ২১ আগস্ট ২০২৫
  • এই সময়: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি আইনজ্ঞ তথা জাপানের ‘বাঙালি বন্ধু’ বলে পরিচিত প্রয়াত রাধা বিনোদ পালের নামে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হলো।

    মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘রাধা বিনোদ পালের নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। পুরসভার নামকরণ কমিটি সেই প্রস্তাব অনুমোদন করেছে।’

    জাপানে প্রয়াত রাধা বিনোদ পালের নামে জাদুঘর, গ্রানাইটে বাঁধানো ছবি রয়েছে। সম্প্রতি ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাধা বিনোদ পালের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    সেই সময়ে টোকিও–র মাটিতে দাঁড়িয়ে অভিষেক ঘোষণা করেন, কলকাতার একটি রাস্তার নাম রাধা বিনোদ পালের নামে করা হবে। পারিবারিক প্রস্তাবকে মর্যাদার পাশাপাশি, ওই ঘোষণাতেও সরকারিভাবে শিলমোহর দিল কলকাতা পুরসভা। রাধা বিনোদ পালের পরিবারের তরফে সুধী বিনোদ পাল বলেন, ‘মৃত্যুর ৬৭ বছর পরে এই স্বীকৃতি মেলায় আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার কাছে কৃতজ্ঞ।’

    ১৮৮৬ সালের ২৭ জানুয়ারি অবিভক্ত ভারতের কুষ্টিয়ায় জন্মেছিলেন রাধা বিনোদ। তিনি আইনের অধ্যাপক ছিলেন। কলকাতা হাইকোর্টে বিচারপতিও ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্ব সামলেছেন।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দূরপ্রাচ্যে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারার্থে তৈরি আন্তর্জাতিক সামরিক আদালতের অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সময়ে জাপানকে যুদ্ধাপরাধ থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ছিলেন রাধা বিনোদ। তাই জাপানের ইতিহাসে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ১৯৬৭ সালের ১০ জানুয়ারি রাধা বিনোদের মৃত্যু হয়েছিল।

  • Link to this news (এই সময়)