• শ্রমশ্রী প্রকল্প আজ শুরু, কারা প্রতিমাসে ৫ হাজার টাকা পাবেন-কীভাবে পাবেন?
    আজ তক | ২১ আগস্ট ২০২৫
  • শ্রমশ্রী প্রকল্পের সূচনা হবে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা প্রতিমাসে ৫ হাজার টাকা করে পাবেন। যদিও পোর্টাল আজ চালু হচ্ছে না। যেসব পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসছেন, এই প্রকল্পের আওতায় তাদের নাম অন্তর্ভুক্ত করাবেন শ্রম দফতরের প্রতিনিধিরা। কোন জেলায় নাম অন্তর্ভুক্তি শুরু হবে?

    এই জেলাগুলিতে শ্রমশ্রী প্রকল্পের সূচনা  (Shramashri Scheme starting date)
    মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে এই প্রকল্প আজ শুরু হবে বলে জানানো হয়েছে। আজ থেকে এই ৩ জেলায় শ্রম দফতরের প্রতিনিধিরা নাম তোলার কাজ করে দেবেন।

    কারা পাবেন ৫ হাজার টাকা? (Who will get Shramashri Scheme)
    যারা কাজ না পেয়ে পশ্চিমবঙ্গে ফিরেছেন, তারা টানা ১২ মাস, অর্থাৎ, আপাতত একবছর পর্যন্ত এই ভাতা পাবেন। যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয়। প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

    এছাড়া, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড দেওয়া হবে। বাংলার প্রায় ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    আবেদন করার প্রয়োজনীয় নথি (Shramashri Scheme important documents)
    আধার কার্ড/ ভোটার কার্ড
    শ্রমিক হিসেবে কাজ করার প্রমাণপত্র
    ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
    পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণ

    কোথায় আবেদন করতে হবে? (How to apply for Shramashri Scheme)
    এই প্রকল্পে আবেদন করতে খোলা হবে ‘শ্রমশ্রী পোর্টাল’। পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে, সেখানেও আবেদন করার সুযোগ থাকবে। স্থানীয়ভাবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে। সেখানেও নাম নথিভূক্ত করতে পারবেন শ্রমিকরা। সেখানে বিডিওরা খোঁজ নেবেন। যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি, তারাও এই নতুন পোর্টালে তুলতে পারবেন।

    অনেক পরিযায়ী শ্রমিকের কাছে এখন কর্মসংস্থান নেই। তাঁদের পুনর্বাসন ও আর্থিক সুরক্ষার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

    মমতা আগেই জানান, কিছু দিনের মধ্যে যাঁরা ফিরে এসেছেন, অত্যাচারিত হয়েছেন, ২ হাজার ৭০০ পরিবার। ১০ হাজারের বেশি লোককে আমরা নিয়ে এসেছি। অনেকে নিজেরা ফিরে আসছেন। শ্রমশ্রী পোর্টাল তৈরি হবে। তাঁরা আই কার্ড পাবেন। ফিরে এসেছেন যাঁরা তাঁর ৫ হাজার টাকা করে পাবেন। তাঁদের সন্তানদের স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা হবে।
  • Link to this news (আজ তক)