নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।অন্যদিকে, বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৯.৮ ডিগ্রি ও ২৬.২ ডিগ্রি। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ০০২.৭ মিলিমিটার। বুধবার আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ছিল প্রায় ৮৫ শতাংশ। ফলে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় ছিল দিনভর। বর্ষার শেষভাগে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি শহরে চলবে বলেই মনে করা হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দিনভর আকাশ মেঘলা থাকায় রোদের তাপ অনেকটাই কম থাকার আশাও রয়েছে।