• রাজ্যে বাড়ছে ডেঙ্গি, তথ্যে লুকোচুরি স্বাস্থ্য দফতরের
    আনন্দবাজার | ২১ আগস্ট ২০২৫
  • রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কয়েকটি জেলায়মশাবাহিত এই রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। গত ২০ দিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কখনও রোদ, কখনও বৃষ্টির এই মিশ্র আবহাওয়া এডিস ইজিপ্টাই মশার বংশবৃদ্ধির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করেছে। অনেক রোগী হাসপাতালে ভর্তিহচ্ছেন। ইতিমধ্যে মশাবাহিত এই রোগে খাস কলকাতার দুই বাসিন্দার মৃত্যু হয়েছে।

    ডেঙ্গি পরিস্থিতির বাস্তব চিত্র জনসমক্ষে আসতে না দেওয়ার অতীত রেওয়াজ মেনে এ বারওরাজ্যে ডেঙ্গি আক্রান্তের প্রকৃত সংখ্যা কত, তা সরকারি ভাবেজানায়নি স্বাস্থ্য দফতর। বিগত কয়েক বছরের মতো এ বারেও তথ্য গোপনেরঅভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্বাস্থ্য শিবিরের একাংশের দাবি, জনস্বাস্থ্যের ক্ষেত্রে আক্রান্তের প্রকৃত সংখ্যা জানানো অত্যন্তজরুরি। যদিও এক স্বাস্থ্যকর্তার কথায়, ‘‘পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সমস্ত জেলাকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।তবে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।’’

    সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যে তালিকার প্রথম সাতে রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, মালদহ, জলপাইগুড়ি, হাওড়া এবং কলকাতা। চলতি বছরের জানুয়ারি থেকে গত ২৪ জুলাই পর্যন্তপাওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছিল, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ২৭৬১। ১৬৩৩ জন নতুন করে আক্রান্ত হওয়ায় ১৩অগস্ট সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৯৪, এমনই খবর স্বাস্থ্য ভবনের অন্দরের। জানা যাচ্ছে, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্তদক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ৮৫১, উত্তর ২৪ পরগনায় ৭২৬, হুগলিতে ৪১৯, হাওড়ায় ৩৪২,কলকাতায় ৩২৮, দক্ষিণ ২৪ পরগনায় ২১০, নদিয়ায় ১৯০, পূর্ব বর্ধমানে ১৮৯, পশ্চিম বর্ধমানে১৫৪ এবং পশ্চিম মেদিনীপুরে ১২৬ জন আক্রান্ত হয়েছেন।

    উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি মালদহে।স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত এক সপ্তাহে ওই জেলায় ৫১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কালিয়াচক-১, কালিয়াচক-২, কালিয়াচক-৩, চাঁচল-১ এবং রতুয়া-১ ব্লকেআক্রান্তের সংখ্যা বেশি। ইংরেজবাজার এবং পুরাতন মালদহ শহরেও ডেঙ্গি রোগীর সন্ধান মিলেছে। চলতি বছরে এখনও পর্যন্ত মালদহে মোট ৩৬৯ জন আক্রান্তহয়েছেন। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপরে জোর দেওয়া হয়েছে বলেজানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী। মালদহ জেলা প্রশাসন সূত্রের খবর, গ্রামীণএলাকায় ১২৯৯টি ভেক্টর সার্ভিলেন্স টিম, ৩১৪টি ভেক্টর কন্ট্রোল টিম এবং দুই শহরে ১২০টি ভেক্টর কন্ট্রোল টিম ও ২২৫টি দল বাড়ি-বাড়িসমীক্ষার কাজ করছে। বন্যা-কবলিত তিনটি ব্লকে ব্লিচিংছড়ানোর কাজে ১৫০টি দলকে বুধবার থেকে কাজে নামানোহয়েছে।

    জলপাইগুড়িতেও ডেঙ্গির প্রকোপ রয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৩৬০ জন আক্রান্তওই জেলায়। নাগরাকাটায় আক্রান্ত অন্তত ১৫০ জন। আবারকালিম্পংয়ে মে থেকে জুলাই মাসে ডেঙ্গির প্রকোপ অনেকটা বাড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অগস্টের শুরু থেকে এখনও পর্যন্ত আক্রান্তহয়েছেন ছ’জন।

    অন্য দিকে, কোচবিহারে ৮১, আলিপুরদুয়ারে ৯২, দক্ষিণ দিনাজপুরে ১১২এবং দার্জিলিং জেলায় ৪৫ জন আক্রান্ত হয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)