• ধর্মতলায় ধর্না নিয়ে গোলমাল, অসুস্থ নওসাদ
    আনন্দবাজার | ২১ আগস্ট ২০২৫
  • কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিল এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে ধর্না-অবস্থানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ধর্মতলায়। গ্রেফতার হলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

    ধর্মতলায় ওয়াকফ সংশোধনী বিল এবং এসআইআর-এর প্রতিবাদে ধর্না-অবস্থান করতে চেয়েছিল আইএসএফের নেতৃত্বে ‘সংবিধান রক্ষা মঞ্চ’। অভিযোগ, কর্মসূচিতে বাধা দিলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভ থেকে পুলিশ নওসাদকে আটক করলে আইএসএফ সমর্থকেরা তাঁকে ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনী আসে, ভাঙড়ের বিধায়ককে গ্রেফতার করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। বিধায়কের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন সমর্থকেরা। অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, ওয়াই চ্যানেলে প্রতিবাদের অনুমতি দেওয়া হয়েছিল। আইএসএফ সেই অনুমতির বাইরে ধর্মতলায় বিক্ষোভ করেছে। থানায় পৌঁছে নওসাদ অসুস্থ বোধ করলে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নওসাদ-সহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাত পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি। ব্যাঙ্কশাল কোর্টে আজ, বৃহস্পতিবার তাঁদের তোলা হতে পারে। নওসাদের বক্তব্য, “আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দু’টি বিষয়ে আন্দোলন করছিলাম। অথচ রাজ্য সরকারের পুলিশ আমাদের আন্দোলন করতে দিল না। এই রাজ্যে কি শুধু শাসক দলের কর্মসূচি করার অধিকার আছে? এটাই এই রাজ্যের গণতন্ত্র?”
  • Link to this news (আনন্দবাজার)