• মোদীর সভা ঘিরে যান নিয়ন্ত্রণের পরিকল্পনায় একযোগে দুই কমিশনারেট
    আনন্দবাজার | ২১ আগস্ট ২০২৫
  • নোয়াপাড়া-বিমানবন্দর-সহ একাধিক মেট্রোপথে পরিষেবার সূচনা এবং জনসভার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সফরের দিন, ২২ অগস্ট ভিআইপি রোড, যশোর রোড এবং দমদম এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তায়কড়াকড়ি ও নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। বিধাননগর কমিশনারেটের সঙ্গে সমন্বয় রেখে যানচলাচল স্বাভাবিক রাখারপরিকল্পনা করা হচ্ছে বলেজানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

    আগামী কাল, শুক্রবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী।বুধবার এই সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ব্যারাকপুর কমিশনারেটের প্রশাসনিক বৈঠকে।দমদমের মতো জনবহুল এলাকায় প্রধানমন্ত্রীর ‘পরিবর্তন সঙ্কল্প সভা’য় বিপুল জনসমাগম হওয়ারসম্ভাবনা। সে কথা মাথায় রেখেই বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে সমন্বয় রেখে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টাকরা হবে বলে জানিয়েছেন ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা।

    জনসভা ঘিরে পার্কিংয়ের জায়গাও চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।ব্যারাকপুরের উপ-নগরপাল (ট্র্যাফিক) অম্লানকুসুম ঘোষ জানান, লেক টাউনের দিক থেকে যাঁরা প্রধানমন্ত্রীর সভায় আসবেন, তাঁরা অর্ডন্যান্স ফ্যাক্টরির কাছেগাড়ি রাখতে পারবেন। অন্য দিকে, দমদম চিড়িয়ামোড়ের দিক থেকে যাঁরা আসবেন, তাঁরা ভুটান হাউসের সামনে ফাঁকা জায়গায় গাড়ি রাখবেন। আর বাঙুরের দিক থেকে যেসব গাড়ি আসবে, সেগুলি নাগেরবাজার উড়ালপুলেই রাখতে হবে। যান চলাচলের ক্ষেত্রে বিকল্প রাস্তাগুলি নজরে রাখা হচ্ছে। সভাচলাকালীন গণপরিবহণ চালু রাখা হবে।

    এ দিনের বৈঠকে পুলিশ আধিকারিকদের সভাস্থলের চার দিকে কে, কোথায়থাকবেন, সেই দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতে যাতায়াতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে।আপৎকালীন পরিস্থিতি কিংবা অসুস্থদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তা খোলা রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

    যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, স্কুল-কলেজ-অফিস ছুটি হওয়ারপরে সন্ধ্যার দিকে এমনিতেই প্রবল ভিড় থাকে দমদম স্টেশন রোড ও যশোর রোডে। ফলে, দুর্ভোগের আশঙ্কা করছেন তাঁদের একাংশ। যদিও পুলিশকর্তারাজানিয়েছেন, যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব রকম পরিকল্পনা করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)