• পুজোর আগে অপরাধ ঠেকাতে নির্দেশ বাহিনীকে
    আনন্দবাজার | ২১ আগস্ট ২০২৫
  • পুজোর আগে এবং পুজোর দিনে শহরে ছিনতাই, চুরির মতো অপরাধ ঠেকাতে গোয়েন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা। বুধবার গোয়েন্দা বিভাগের সঙ্গে বৈঠকে পুজোর সময়ে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত ঠেকাতে এখন থেকেই প্রস্তুত হতে বলা হয়েছে বাহিনীকে।

    উল্লেখ্য, প্রতি বছরই পুজোয় ভিড়ের সুযোগে শহরে অপরাধের সংখ্যা বাড়ে। একাধিক ভিন্‌ রাজ্যের গ্যাং শহরে এসে অপরাধ করে পালায়। লালবাজারের এক কর্তা জানিয়েছেন, পুজোর সময়েবেড়াতে যাওয়ার সুযোগে যাতে বাড়িতে চুরির ঘটনা না ঘটে, তা-ও দেখতে বলা হয়েছে। ইতিমধ্যে পুজোর কেনাকাটার ভিড় তেমন নাহলেও হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেটের মতো জনবহুল জায়গায় গোয়েন্দা বিভাগের একাধিক দল মোতায়েন করা হয়েছে। যাঁরা এলাকার দুষ্কৃতীদের উপরে নজরদারি চালাচ্ছেন। উল্লেখ্য, মঙ্গলবার গোয়েন্দা বিভাগের একটি দল বাইপাস থেকে মোবাইল চুরির চক্রের দু’জনকে গ্রেফতার করে পাঁচটি মোবাইল উদ্ধার করে।

    গোয়েন্দা সূত্রের খবর, এ দিনের বৈঠকে ছিনতাই দমন শাখা, ব্যাঙ্ক প্রতারণা দমন শাখা-সহ একাধিক বিভাগের অপরাধের কিনারায়সন্তোষ প্রকাশ করেছেন নগরপাল। পুজোর সময় বাজার, শপিং মল-সহ যেখানে কেনাকাটার ভিড় বেশি থাকে, সেখানে যাতে যান চলাচল বাধা না পায় এবং দুর্ঘটনা না ঘটে, সে জন্য মাসিক ট্র্যাফিক রিভিউ বৈঠকেনির্দেশ দিয়েছেন নগরপাল। পাশাপাশি, কলকাতা ট্র্যাফিক পুলিশের বর্তমান মাথাব্যথার কারণ চিংড়িঘাটা মোড়। অভিযোগ, ব্যস্ত সময়ে ওই মোড়ে দীর্ঘ যানজটহচ্ছে। যা নিয়ে উদ্বেগে নগরপাল। ট্র্যাফিক পুলিশের একাংশের দাবি, নিউ টাউনে অতিরিক্ত কয়েকশো বাসের পারমিট দেওয়ায় সমস্যা বেড়েছে।
  • Link to this news (আনন্দবাজার)