• সময়সীমা শেষ, নবান্নের পদক্ষেপ নিয়ে ধন্দ
    আনন্দবাজার | ২১ আগস্ট ২০২৫
  • শেষ হচ্ছে সময়সীমা। জাতীয় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সেই সময়সীমা মানতে হলে আজ, বৃহস্পতিবারই চার আধিকারিক এবং এক জন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু নবান্ন ঠিক কী পদক্ষেপ করবে, তা বুধবার রাত পর্যন্ত স্পষ্ট হয়নি। এ ব্যাপারে মুখ খোলেনি প্রশাসনিক শীর্ষমহল।

    ভোটার তালিকায় অসাধু কার্যকলাপের অভিযোগে দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), দু’জন সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)-কে সাসপেন্ড করে শৃঙ্খলাভঙ্গের বিভাগীয় তদন্ত শুরু করতে নবান্নকে লিখিত ভাবে জানিয়েছিল কমিশন। এই চার জন এবং এক জন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে দায়ের করতে বলা হয়েছিল এফআইআর-ও। ৮ অগস্ট মুখ্যসচিব মনোজ পন্থকে ফের চিঠি পাঠিয়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল দিল্লির নির্বাচন সদন। তার পরে এক জন এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরানোর কথা কমিশনকে জানান মুখ্যসচিব। বলা হয়, বাকিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ অনুসন্ধান হবে। ১৩ অগস্ট মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠায় কমিশন। সূত্রের দাবি, সেই বৈঠকে কমিশন সাতদিনের সময় দিয়েছিল।
  • Link to this news (আনন্দবাজার)