রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের দেওয়া রায়ই কার্যত গুরুত্ব পেল ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী জানান, ফলাফল প্রকাশ করতে প্রস্তুত বোর্ড। কিন্তু, মামলার কারণে তা করা যাচ্ছে না। বিচারপতি পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে নতুন করে নির্দেশ দেওয়ার কোনও সুযোগ নেই।
আদালতের আরও পর্যবেক্ষণ, যেহেতু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে বোর্ড, ফলে এখন ডিভিশন বেঞ্চ এর মধ্যে হস্তক্ষেপ করছে না। যদিও মামলাকারীর আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের বিষয়টি তুলে ধরে আদালতের হস্তক্ষেপের জন্য আর্জি জানান। ডিভিশন বেঞ্চ ২ সেপ্টেম্বর মামলাটি শুনতে পারে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা।
৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি তোলেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, গত বছর ডিভিশন বেঞ্চের রাজ্যের ওবিসি তালিকা খারিজ করে দেওয়ার নির্দেশ অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে তালিকা পুনর্মূল্যায়ন করতে হবে। ২০১০ সালের আগের শংসাপত্রকে মান্যতা দিতে হবে। পাশাপাশি ৭ শতাংশ সংরক্ষণের প্রেক্ষিতে ওবিসি তালিকা তৈরি করার নির্দেশ দেন বিচারপতি। এর পরেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।