অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হল পরিষেবা...
আজকাল | ২১ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রো বিভ্রাট। এবার অফিসের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট দেখা দিল ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত। লাইনে গোলযোগ দেখা দেওয়ায় বেশ কিছু ক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর ১২টা ১১ মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। যদিও এই ঘটনায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
মেট্রো সূত্রে খবর, বুধবার সকাল ১১টা ২০ মিনিট থেকে ব্লু লাইনের ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। লাইনে যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ করা হয়েছিল মেট্রো পরিষেবা। ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ঘণ্টাখানেক। ওই সময়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলেছে। মেট্রোর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, পাওয়ার ব্লক নিয়ে কাজ চলছে। তাই ট্রেন চলাচল বন্ধ। পরে কর্তৃপক্ষ জানান, দুপুর ১২টা ১১ মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।
যদিও যাত্রীদের অনেকেই দাবি করেছেন, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে ট্র্যাকে জল জমার কারণেই এই ঘটনা ঘটেছে। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কিছু বলেনি।
তবে জানা গেছে, যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝে জল জমে যাওয়াতেই সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা।
সূত্রের খবর, মেট্রোর ইঞ্জিনিয়াররা ট্যানেলে পৌঁছন। কিভাবে জল ঢুকল, নির্দিষ্ট কোন জায়গায় জল জমেছে তা খতিয়ে দেখেন ও জল সরানোর ব্যবস্থা করেন। এরপর ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
ওই সময়ের মধ্যে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করে। এখন অবশ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এর আগে জুলাই মাসে একাধিকবার মেট্রো বিভ্রাটের খবর সামনে এসেছিল। মাসের শুরুতে দমদম–কবি সুভাষ (নিউ গড়িয়া) রুটে ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে গিয়েছিল বেশ কয়েকটি মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছিল, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়। তার কয়েকদিন আগে সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। মেট্রোর পাতালপথে জল ঢুকে যাওয়ায় ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ পথে বন্ধ ছিল মেট্রো চলাচল। ভাঙা পথে চলে মেট্রো। প্রবল যাত্রীদুর্ভোগের মধ্যে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে জল দেখা গিয়েছে। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখেই পরিষেবা আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে সমস্যায় পড়েছিলেন অফিসযাত্রী, স্কুল–কলেজের ছেলেমেয়েরা। আবার সেই জুলাইতেই নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে সমস্যা দেখা দেওয়ায় সাময়িক ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা।
এটা ঘটনা বারবার মেট্রো বিভ্রাট দেখা দিচ্ছে। কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও যান্ত্রিক গোলযোগ। সমস্যা কিন্তু মিটছে না।