• ফের বন্ধ সিকিমগামী জাতীয় সড়ক, বিপাকে গোটা এলাকা
    আজ তক | ২১ আগস্ট ২০২৫
  • NH-10 Landslide Road Opened: ফের একবার বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় চারদিন পর খুলে ৪৮ ঘণ্টা আগেই খুলেছিল রাস্তা। নতুন করে ধস নেমে ফের বন্ধ। ফলে আরও একবার বিপাকে গোটা এলাকা। সেবক–রংপো যাওয়ার মূল এই রোডটিতে আগামী ২১ অগাস্ট দুপুর ১২টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত সব রকম যান চলাচল বন্ধ থাকবে। জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন সংস্থা (NHIDCL) শিলিগুড়ি কার্যালয়ের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

    অফিস অর্ডারে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে এনএইচ-১০ এর সেবক (কিমি ০.০০১) থেকে রংপো (কিমি ৩২.০০) পর্যন্ত যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত রাস্তায় চলমান মেরামতির কাজ ও দুর্ঘটনার সম্ভাবনা এড়াতেই এই সিদ্ধান্ত।

    এ সময়ে সমস্ত শ্রেণির যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসনের তরফে বিকল্প ট্রাফিক ব্যবস্থার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। সড়ক বন্ধের খবর ইতিমধ্যেই পুলিশ, সেনা, বনদফতর সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরে পাঠানো হয়েছে।

    এতে ক্ষতিগ্রস্ত হবেন দার্জিলিং, কালিম্পং, সিকিমগামী হাজার হাজার পর্যটক ও সাধারণ মানুষ। বিশেষত পুজো-পর্বের আগে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় চিন্তায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহণ ব্যবসায়ীরা।

    কতক্ষণ বন্ধ থাকবে?
    ২১ আগস্ট দুপুর ১২টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত সেবক–রংপো রোড (এনএইচ-১০) সম্পূর্ণ বন্ধ থাকবে, বিকল্প পথে যান চলাচল নিয়ন্ত্রণ করবে প্রশাসন।

    বিকল্প ব্যবস্থা
    জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকল্প ট্রাফিক রুটের ব্যবস্থা রাখা হবে। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমমুখী যানবাহনকে আপাতত বিকল্প পাহাড়ি সড়ক দিয়ে চালনা করা হবে। তবে যেহেতু রাস্তা সরু এবং যানবাহনের চাপ বেশি, তাই যানজটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশকে বিশেষ টহল ও ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে।

    পর্যটন ও ব্যবসায়িক প্রভাব
    পুজোর আগে এই সময়ে পর্যটক সংখ্যা বেড়েই চলেছে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমমুখী হাজার হাজার পর্যটক এই রুট ব্যবহার করেন। হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় হোটেল ও ট্যুর অপারেটররা চিন্তায়। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, পণ্য পরিবহণ ব্যাহত হলে সব্জি, দুধ, প্রয়োজনীয় সামগ্রীর যোগান ব্যাহত হতে পারে।সিকিম চেম্বার অফ কমার্সের এক সদস্যের বক্তব্য, “প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলে। এত ঘণ্টা বন্ধ থাকলে আমাদের পরিবহণ খরচ ও সময় দুটোই বাড়বে।”

    সেনা ও প্রশাসনের সতর্কতা
    এই রাস্তাটি সীমান্তের দিকেও গুরুত্বপূর্ণ। তাই সেনা ও প্রশাসনের কাছে আগেই খবর পাঠানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, সিকিমসব জেলা প্রশাসনকে চিঠি দিয়ে বিকল্প নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাপ্রবণ এলাকায় বাড়তি ফোর্স মোতায়েন থাকবে।

    শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক স্থায়ী মাথাব্যথায় পরিণত হয়েছে। এই রাস্তায় ছোটখাট ধস আগেও পড়ত তবে গত কয়েক বছরে এটা যেন রীতিমতো আতঙ্কের দ্বিতীয় নাম হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে বিশেষ করে বর্ষার সময় যাতায়াত মানে কখন কী হয় তা অনিশ্চিত। 

     
  • Link to this news (আজ তক)