• কুণালের মানহানির মামলা, 'ওঁর আবার মান!' কটাক্ষ নির্যাতিতার মা, কী চলছে?
    আজ তক | ২১ আগস্ট ২০২৫
  • আরজি কর-কাণ্ডের নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিনি তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এর আগে নির্যাতিতার পরিবারকে  আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে ‘সেটিং’ তত্ত্ব নিয়ে সরব হন আরজি করের নির্যাতিতার বাবা। অভিযোগ করেন, টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। যোগ রয়েছে পুলিশেরও। তিনি আরও দাবি করেন, কুণাল ঘোষ  সিজিও কমপ্লেক্সে গিয়ে ‘ডিল ফাইনাল’ করিয়েছেন। সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবার এহেন বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন।

    এরই মাঝে এবার কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আরজি করের নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, কুণাল ঘোষ তাঁদের টাকা দিয়ে রফা করতে বলেছেন।  কুণালের নাম না করেই নির্যাতিতার মা বলেন 'মুখে আনি না নাম, নির্লজ্জ মানুষ, পশুও বলা যাবে না , ওঁনার আবার মান , তার আবার হানি, উনি জেল খাটা আসামি,প্রিজন ভ্যান চাপড়ে  দিদি জানেন-দিদি জানেন বলতে শুনেছি, কিছুই বলতে চাইনা, ভয় দেখানোর চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন, প্রথম দিন থেকে অমানবাকি শাসক দল, তখনও ছিল না পাশে, ৯ অগাস্ট আঘাত করে বুঝিয়ে দিয়েছে।'

    এদিকে আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগ, রাজ্য সরকারের হয়ে সিবিআইয়ের সঙ্গে বোঝাপড়া করেছিলেন কুণাল ঘোষ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আরজি করের নির্যাতিতার বাবার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। নির্যাতিতার বাবার বিরুদ্ধে আদালও মামলা দায়ের করেছেন তিনি। নির্যাতিতার মা এই প্রসঙ্গে বলেন, 'আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়েই তদন্ত হোক। আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন। আমাদের বাড়িতে আসেননি, তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি ব্যাপারটা মিটিয়ে নেবেন।' এরপর নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, 'কুণাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন আমাদের। বিভিন্ন ধরনের মেসেজ করেন। আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দেন।'

    পাশাপাশি বেশ কিছু হোয়্যাটসঅ্যাপ চ্যাটও সাংবাদিকদের দেখান নির্যাতিতার বাবা। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষও। তাঁর কথায়, 'তিলোত্তমার বাবা বলছেন আমি নাকি ফোন করে রফার চেষ্টা করতাম! এতদিন পর এসব বলছেন? কত বড় মিথ্যা বলছেন ভেবে দেখুন। আমি অনুরোধ করছি, কোর্টে গিয়ে মাননীয় বিচারকের কাছে সব প্রমাণ দিন। সাংবাদিকদেরও প্রিন্ট আউট দিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় সবটা দিয়ে দিন। সবাই দেখুক কুণাল ঘোষ কী লিখেছিলেন। অকারণে রহস্য বাড়ানোর চেষ্টা করবেন না।' কুণালের বক্তব্য, 'তিনি মিথ্যে ও নাটকের সব সীমা অতিক্রম করেছেন। আমি বুঝি, মেয়েকে হারানোর যন্ত্রণায় থাকা এক বাবার বেদনা কতটা গভীর। কিন্তু তাই বলে ভিত্তিহীন অভিযোগ করলে প্রশ্ন উঠবেই। কার নির্দেশে বা কোন তথ্যের ভিত্তিতে এমন কথা বললেন?' 
     
  • Link to this news (আজ তক)