• টানা দুর্যোগের সতর্কতা দক্ষিণের ১১ জেলায়, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণ কত দিন?
    আজ তক | ২১ আগস্ট ২০২৫
  • রাজ্যজুড়ে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এর জেরে আজ, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে কলকাতায় আকাশ ঢেকেছে ঘন মেঘে। কোথাও টিপটিপ বৃষ্টি, কোথাও বজ্রপাতের সঙ্গে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই প্রবণতা অন্তত সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে চলেছে। 

    দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি
    আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রঝড়-বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। রবিবার ও সোমবারও কিছু জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।

    তাপমাত্রা কমলেও অস্বস্তি 
    কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম। তবে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি এখনও বজায় রয়েছে।

    উত্তরবঙ্গেও দুর্যোগ
    উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টির হাত থেকে মুক্তি পাচ্ছে না। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল।

    সমুদ্রে উত্তাল হাওয়া, জারি সতর্কতা
    উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনিবার ও রবিবার বাতাসের গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই গভীর সমুদ্রে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

     
  • Link to this news (আজ তক)