• হাসপাতালে ভর্তি BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল, কেমন আছেন?
    আজ তক | ২১ আগস্ট ২০২৫
  • বুধবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। এর মাঝেই নিয়ম মতো একাধিক কর্মসূচিতে যোগ দেন আসানসোলে। বুধবার সেখান থেকে কলকাতায় ফেরার সময় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল, তবে নজরদারিতে রাখা হয়েছে।

    আগামীকাল, বৃহস্পতিবার কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচী রয়েছে। সেখানে অগ্নিমিত্রা উপস্থিত থাকতে পারবেন না বলে জানা যাচ্ছে।অগ্নিমিত্রা পালের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্বও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মীরা।

    উল্লেখ্য, কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন আরও এক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে প্রথমে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে দিল্লির এইমসে স্থানান্তরিত করতে হয়। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
     

     
  • Link to this news (আজ তক)