রঘুনাথপুরে বটগাছ থেকে উদ্ধার মহিলা ও পুরুষের ঝুলন্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার রঘুনাথপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সাতসকালে বটগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলা ও এক পুরুষের ঝুলন্ত দেহ। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিস সূত্রে খবর, মৃতেরা হল প্রশান্ত চট্টোপাধ্যায় (৪০) এবং গৃহবধূ ময়না ধীবর (৩০)। তাঁদের বাড়ি রঘুনাথপুর থানার বিলতোড়া গ্রামে।স্থানীয়দের বক্তব্য, গতকাল থেকে দুজনে নিখোঁজ ছিল। এদিন রঘুনাথপুর থানার পাঁচপাহাড়ীর কাছে একটি বটগাছে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। দুজনকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে, বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা কোনও মন্তব্য করতে চাননি। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে পুলিস তদন্ত শুরু করেছে। পুলিসের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে দুটি দেহ পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।