বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ! মৃত ২, জখম নাবালিকা
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের কালনায় ভয়াবহ দুর্ঘটনা। কালনা ধাত্রীগ্রাম স্বরাজপুর এসটিকেকে রোডে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। পাশাপাশি জখম হয়েছে এক নাবালিকাও।জানা গিয়েছে, সকাল ৯ টা কালনা- কৃষ্ণনগরগামী একটি বাসের সঙ্গে সমুদ্রগড় দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে এই মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যেই পুলিস গিয়ে পাকড়াও করে ঘাতক বাসটিকে।স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। অন্যদিকে আহত নাবালিকা বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। পুলিসের তরফে জানানো হয়েছে, মৃতদের বাড়ি মন্তেশ্বর থানা এলাকায়। দুর্ঘটনার পরেই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি শান্ত করে পুলিস। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।