প্রধানমন্ত্রীর হাতে মেট্রো উদ্ধোধনের পর শুক্রবারই যাত্রীদের জন্য চালু হচ্ছে পরিষেবা
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামীকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্ধোধন হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা রুটের। আর এই আনুষ্ঠানিক উদ্বোধনের খানিক পরেই যাত্রীদের জন্য খুলে যাবে পরিষেবা।সাধারণত, কোনও নতুন মেট্রো বা ট্রেন উদ্বোধনের পরের দিন থেকে পরিষেবা চালু করার চল রয়েছে। কিন্তু সূত্রের খবর, শুক্রবারেই মেট্রোর দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি রেলবোর্ডের তরফে কলকাতা মেট্রোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই দিন থেকেই যাত্রীরা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন।অন্যদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা বা বর্তমান ভবন পর্যন্ত সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা চালু হবে আগামী সোমবার থেকে।