• ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
    দৈনিক স্টেটসম্যান | ২১ আগস্ট ২০২৫
  • বুধবার রাতভর টানা বৃষ্টির কারণে পাহাড়ে বেড়েছে ধসের সম্ভাবনা। সেই কারণে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বাংলা-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। একটি বিবৃতি জারি করে এই নির্দেশিকার কথা জানানো হয়। যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হতেই সমস্যায় পড়েন নিত্যযাত্রী ও পর্যটকরা।

    টানা সাতদিন বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছিল। ফের তিনদিন পর ও সড়ক দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যায় পড়েন পর্যটক, ব্যবসায়ীরা। ধসের কারণে বিপর্যস্ত ওই সড়কে পাহাড় কেটে নতুন করে অস্থায়ী সড়ক নির্মাণের কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই কারণে সবরকম সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৩ দিন ধরে সেভাবেই যানবাহন চলাচল করছিল। কিন্তু বুধবার লিকুভিরে ফের ধস নামে। ঘণ্টাখানেকের মধ্যে যান চলাচল স্বাভাবিক হলেও আশঙ্কা কাটেনি। বুধবার রাতভর বৃষ্টির কারণে ধসের আশঙ্কা আরও বেড়ে যায়। তাই ঝুঁকি না নিয়ে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ নির্দেশিকা অনুযায়ী, ২১ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে রাত ১১টা ৫৫ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়।

    নিত্যযাত্রী ও পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে যান চলাচলে নিধেষাজ্ঞার সিদ্ধান্তের কথা কালিম্পং জেলা প্রশাসনকে জানায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এ বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মমণ্যম টি জানান, কয়েকটি জায়গায় ধসের ঝুঁকি থাকায় বৃহস্পতিবার দুপুর থেকে জাতীয় সড়ক দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)