• হস্তক্ষেপ করল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ, শুক্রেই প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল?
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়: ওবিসি জটের কারণে প্রায় সাড়ে তিনমাস ধরে আটকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। গত ৭ আগস্ট তা প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এনিয়ে হাই কোর্টে মামলা চলছে। বৃহস্পতিবার এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই গুরুত্ব দিল ডিভিশন বেঞ্চ। ফলে ২২ আগস্ট, অর্থাৎ শুক্রবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে আশাবাদী পরীক্ষার্থীরা। জয়েন্ট দেওয়ার এতদিন পরও ফলপ্রকাশ না হওয়ায় নিজেদের কেরিয়ার শুরু নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় তাঁরা।

    এর আগে জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের রায়কেই বৃহস্পতিবার গুরুত্ব দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বক্তব্য, ফলপ্রকাশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এছাড়া সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চ কোনও হস্তক্ষেপ করছেন না। এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী জানান, ফলপ্রকাশ করতে প্রস্তুত বোর্ড। কিন্তু মামলার জেরে এটা করা যাচ্ছে না।

    এনিয়ে বিচারপতি পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছে। ফলে এখানে নতুন করে কোনো নির্দেশ দেওয়ার সুযোগ নেই। আর যেহেতু সেই রায় বোর্ড সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, ফলে এখন ডিভিশন বেঞ্চ এর মধ্যে ঢুকবে না। যদিও মামলার আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের কথা বলে হস্তক্ষেপের দাবি করেন। শেষ পর্যন্ত আদালত ২ সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য রেখেছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের মামলার শুনানি হওয়ার কথা। সেখানে কী হয়, সেই গতিপ্রকৃতি দেখে তবেই পরবর্তী শুনানি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
  • Link to this news (প্রতিদিন)