শ্রমশ্রী’র পোর্টাল চালু হতে লাগবে আরও সময়, আপাতত অফলাইনেই হবে অন্তর্ভুক্তি
হিন্দুস্তান টাইমস | ২১ আগস্ট ২০২৫
ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী প্রকল্প’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প কার্যকর করার উদ্যোগ আজ বৃহস্পতিবার থেকে শুরু করল রাজ্যের শ্রম দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। মূলত একটি বিশেষ পোর্টালের মাধ্যমে শ্রমশ্রী চালু করার কথা থাকলেও, সেই পোর্টাল চালু হতে আরও দু’-একদিন সময় লাগবে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে দফতর আজ থেকেই মাঠে নেমে কাজ শুরু করছে।
শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, আপাতত যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন, তাঁদের অফলাইনে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ শুরু হবে। এজন্য জেলায় জেলায় শিবির বসিয়ে প্রাথমিক নথিভুক্তির প্রক্রিয়া চালাবে দফতর। প্রথম পর্যায়ে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে এই কাজ শুরু হচ্ছে। কারণ এই জেলাগুলিতেই সবচেয়ে বেশি শ্রমিক সম্প্রতি আক্রান্ত হয়ে ঘরে ফিরেছেন। শ্রম দফতরের সঙ্গে যুক্ত আধিকারিকদের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ দ্রুত কার্যকর করাই তাঁদের অগ্রাধিকার। সেই কারণেই পোর্টাল চালুর আগে থেকেই হাতে-কলমে কাজ শুরু করা হচ্ছে। পরে যখন অনলাইন ব্যবস্থা চালু হবে, তখন সমস্ত তথ্য একত্রিত করে শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা পুনর্বাসন ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভ্রমণ সহায়তা, এককালীন অনুদান, জব কার্ড, খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী পরিষেবা, প্রয়োজনে থাকার ব্যবস্থা এবং সন্তানদের পড়াশোনার সুযোগ, সবকিছুই থাকবে শ্রমশ্রীর আওতায়। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, বর্তমানে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক বাইরে কাজ করেন। তাঁদের সবার জন্যই এই সুবিধা প্রযোজ্য হবে। ইতিমধ্যেই যারা ফিরেছেন, সেই প্রায় দশ হাজার শ্রমিককে দ্রুত প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। আজ থেকেই তাই মাঠে নেমে কাজ শুরু করছে শ্রম দফতর। এটাই শ্রমশ্রী প্রকল্পের বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।