• মোদীর সভার আগে অসুস্থ অগ্নিমিত্রা পাল, ভর্তি হলেন হাসপাতালে, কী হয়েছে তাঁর?
    হিন্দুস্তান টাইমস | ২১ আগস্ট ২০২৫
  • অসুস্থ হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই আবহে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন অগ্নিমিত্রা। রিপোর্ট অনুযায়ী, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ককে। বুধবার আসানসোল থেকে কলকাতা আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, এই আবহে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


    জানা গিয়েছে, আসানসোলে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে বুধবার সন্ধ্যায় কলকাতায় ফেরেন অগ্নিমিত্রা। এর আগে বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি কাশি নিয়ে ভুগছিলেন বিজেপি নেত্রী। এই আবহে বুধবার কর্মসূচি চলাকালীনই অসুস্থবোধ করেন অগ্নিমিত্রা। এই আবহে তিনি নাকি সবকটি নির্দিষ্ট কর্মসূচিতে অংশ না নিয়েই ফিরে এসেছিলেন কলকাতায়। শহরে ফিরে এসে তাঁর শ্বাসকষ্ট বাড়ে। তারপর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে।



    এদিকে শুক্রবার নরেন্দ্র মোদীর সভায় থাকার কথা ছিল অগ্নিমিত্রার। তবে শরীর খারাপ থাকায় তিনি মোদীর জনসভায় উপস্থিত থাকতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপাতত ডক্টর সুস্মিতা চৌধুরীর পর্যবেক্ষণে রয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, হাসপাতাল থেকে নাকি জানানো হয়েছে, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে, জ্বর ও শ্বাসকষ্ট থাকায়। এই আবহে মোদীর সভায় অগ্নিমিত্রার উপস্থিতি নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)