• ট্রানজ়িটের সময়ে চুরি বিপুল পরিমাণ ইনসুলিন, ওষুধের মান নিয়ে সতর্কবার্তা CDSCO-এর
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে নাগপুর, রায়পুর, কটক ও কলকাতায় আসার পথে বিপুল পরিমাণ ইনসুলিন এবং সেমাগ্লুটাইড ইঞ্জেকশন চুরি গিয়েছে বলে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ জানিয়েছে নির্মাতা সংস্থা নোভো নর্ডিক্স। ওষুধগুলি যেহেতু ২-৮ ডিগ্রি সেলসিয়াসে মজুত রাখতে হয়, তাই চোরাই বাজারে সেগুলি সুরক্ষিত না-থাকার আশঙ্কাই প্রবল। তাই ব্যাচ নম্বর উল্লেখ করে সাধারণ মানুষকে সতর্ক করলো সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

    সিডিএসসিও জানিয়েছে, যদি ওই ইঞ্জেকশনগুলি ঠিকমতো স্টোর না করা হয়। যদি সেগুলিকে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে না রাখা হয়, তাহলে ইঞ্জেকশনের মান নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে ওই ইঞ্জেকশন কাউকে দিলে, তাঁদের সুরক্ষা নিয়েও প্রশ্নচিহ্ন থাকে।

    সিডিএসসিও-এর বিজ্ঞপ্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও বার্তা দেওয়া হয়েছে। ওষুধ প্রেসক্রাইবের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া এই ওষুধের জন্য বিরূপ ও পার্শ্ব প্রতিক্রিয়া হলে, রোগীরা যেন তা এসে জানান এই বার্তাও দিতে বলা হয়েছে।

    কোনও ওষুধের দোকান থেকে তালিকাভুক্ত ওষুধগুলি নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে। ওষুধ কেনার সময়ে বিল নিতেও বলা হয়েছে।

    রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টির উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত ওষুধগুলি বাজারে আসছে কিনা, সেটাও নজরে রাখতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)