• শহরে নতুন ৩ রুট উদ্বোধনের দিনেই বাতিল ব্লু লাইনের লাস্ট মেট্রো
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • Big Breaking: বাতিল লাস্ট মেট্রো। শুধু একদিন দিনের শেষ মেট্রো চলবে না বলে জানিয়ে দিল কলকাতা মেট্রো। ২২ অগস্ট, ব্লু লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুটের শেষ মেট্রোটি চলবে না। এই শেষ মেট্রো অবশ্য দমদম পর্যন্ত যায়।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেট্রো রুটে এখন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। এই রুটে একটি স্পেশাল নাইট সার্ভিস থাকে। রাত ১০টা বেজে ৪০ মিনিটে এই রুটের দুই প্রান্ত থেকে নাইট সার্ভিসের মেট্রো ছাড়ে। শুক্রবার, ২২ অগস্ট সেটাই বন্ধ থাকবে।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)