• উদ্ধার হল বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী...
    আজকাল | ২২ আগস্ট ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: উদ্ধার হল বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। দু -দফায় উদ্ধার হল চুরি যাওয়া যাবতীয় পদক। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে। পুলিশি তদন্তে খুশি সাঁতারু। বললেন এই কাজের জন্য পুলিশকেও পদক দেওয়া উচিত। পদ্মশ্রী অর্জুন পুরষ্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয় ১৩ অথবা ১৪ তারিখ রাতে। থানায় পদক চুরির অভিযোগ দায়ের হয়েছিল গত ১৫ আগস্ট। চুরির ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সেখ সামিম সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় আরও ১৩ টি পদক।

    হিন্দ মোটরের দেবাই পুকুরে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী বাড়িতে চুরির ঘটনা ঘটে। ১৫ আগস্ট সকালে চুরির ঘটনা জানাজানি হয়। ওই বাড়িতেই রাখা ছিল সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অর্জন করা যাবতীয় পদক। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারে মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি রাখা ছিল। বাড়ির পিছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে অভিযোগের দুদিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২৯৫ টি পদক। কিন্তু উদ্ধার হওয়া সেই পদকগুলির মধ্যে ছিল না পদ্মশ্রী পদক।

    ১৭ আগস্ট বুলা চৌধুরী জানিয়েছিলেন অনেকগুলি পদক উদ্ধার হয়েছে। কিন্তু তার সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। দ্রুত শুরু হয় তদন্ত প্রক্রিয়া। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। সেই টিম চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়।

     প্রথমে এক জন। পরবর্তী সময়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারী পুলিশি তদন্তে দেখা যায় সেখ সামিম হল মূল অভিযুক্ত। তার কাছ থেকে ১৩ টি পদক উদ্ধার হয়েছে হয়। পদ্মশ্রী ছোটো পদকটিও উদ্ধার করে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহঃ চাঁদকেও গ্রেপ্তার করে পুলিশ। এদিন বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখানো হয়। পদ্মশ্রী পদক আবারও পরে দেখেন সাঁতারু। পরে তিনি বলেন,ছয় বছর বয়স থেকে সাঁতার কেটেছি। সাত সমুদ্র পার করেছি। সাফ গেমফ এশিয়ান গেমসে পদক জিতেছি। সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন পেয়েছি। পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হল খুব খারাপ লেগেছিল। তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে। এর জন্য পুলিশকে মেডেল দেওয়া উচিত। একটা পদক জিততে যে পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি। তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি। জিতেছি দেশের জন্য। এই পদক সবার। মোট ৩০৮ টি পদক পুলিশ উদ্ধার করেছে পুলিশ। আরও কয়েকটা পাওয়া যায়নি। তবে পুলিশ যে ভাবে কাজ করেছে আমি ভীষণ খুশি। পদ্মশ্রী ফিরে পেয়ে খুশি বুলা চৌধুরীর মুখে এদিন ছিল হাসি।
  • Link to this news (আজকাল)