• শুধু মেট্রোপথ নয়, শুক্রবার অতি গুরুত্বপূর্ণ একটি পথেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানাল রেল...
    আজকাল | ২২ আগস্ট ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: তালিকায় রয়েছে একাধিক মেট্রোপথ। এর বাইরেও আরও একটি পথ-এর  উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পথটি হল ভূগর্ভস্থ পথ বা সাবওয়ে। হাওড়া মেট্রো স্টেশনের এই সাবওয়েটি নির্মাণ করা হয়েছে ৪৮ কোটি টাকা ব্যয়ে। এর ব্যবহার শুরু হলে খুবই উপকৃত হবেন পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীরা। প্রয়োজনমতো তাঁরা অতি সহজেই এই সাবওয়ের মাধ্যমে পৌঁছে যাবেন হাওড়া মেট্রো স্টেশনে। 

    শুক্রবার যশোর রোড স্টেশন থেকে মেট্রোর বিভিন্ন প্রকল্পগুলি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে যেমন আছে নোয়াপাড়া থেকে জয় হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়েলো লাইন এবং হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন তেমনি রয়েছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোপথের অতিশয় গুরুত্বপূর্ণ অংশটি। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'নি:শ্বব্দ বিপ্লব আসছে কলকাতার পরিবহনে। অল্প খরচে আরামদায়ক ও দ্রুত গন্তব্যে পৌঁছতে যা ব্যবহার করবেন সকলেই।' তিনি জানান, এইমুহুর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে ট্রেন প্রতি ২০ মিনিট অন্তর ছাড়লেও গোটা পথ চালু হওয়ার পর ট্রেন চলাচল করবে প্রতি আট মিনিট অন্তর। তাঁর কথায়, 'এই পথ চালু হওয়ার পর যারা সল্টলেক যেতে উল্টাডাঙা বা দমদম স্টেশন ব্যবহার করেন তাঁরা অনেক কম সময়ে তাঁদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ফলে পূর্ব রেলের এই স্টেশন দুটিতে যাত্রীর চাপও অনেকটাই কমে যাবে। আমরা মনে করছি এরপর প্রতিদিন হাওড়া থেকে ৬ থেকে ৭ লক্ষ লোক যাতায়াত করবেন এই মেট্রো পথে।' 

    রাজ্য সরকারের বিভিন্ন অফিস এই মুহূর্তে সল্টলেকে। এরসঙ্গে সল্টলেক বা সেক্টর ফাইভ একটি আইটি হাব। ফলে জীবিকার তাগিদে বহু মানুষকে সল্টলেকে প্রতিদিন যাতায়াত করতে হয়। দিনের ব্যস্ত সময়ে এই পথে বাস বা অন্যান্য গাড়িগুলিতে যাত্রীদের ভিড়ে প্রায় পা রাখার জায়গা থাকে না। বিশেষ করে হাওড়া থেকে যে বাসগুলি সরাসরি সেক্টর ফাইভের দিকে আসছে সেই বাসে অফিসের সময়ে জায়গা পাওয়াও কখনও কখনও সমস্যা হয়ে দাঁড়ায়। সরকারি ও বেসরকারি বাস ছাড়াও বালি বা অন্যান্য জায়গা থেকেও বহু শাটল গাড়ি সল্টলেকের মধ্যে যাতায়াত করে। অনেকেই আছেন যারা সল্টলেকে আসার জন্য হাওড়ার পরিবর্তে বালি থেকে যাতায়াত করেন। কারণ যাতায়াতের সুবিধা। কিন্তু মেট্রোপথে যখন সরাসরি সল্টলেকে আসা যাবে তখন স্বাভাবিকভাবেই এই পথ তাঁরা বেছে নেবেন বলে মনে করা হচ্ছে। যার পিছনে দুটি কারণ, একটি যদি হয় আরামদায়ক যাত্রা তবে দ্বিতীয়টি অবশ্যই সময়।

    ইতিমধ্যেই শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, 'কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা সবসময় আনন্দের। কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল শহরের কর্মসূচিগুলি মূলত যোগাযোগের উপর আলোকপাত করবে।' মেট্রো সূত্রে জানা গিয়েছে, উদ্বোধন ঘিরে শেষমুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। ফুল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অর্ডার আগেই দেওয়া হয়ে গিয়েছে। চলছে উদ্বোধন ঘিরে অন্যান্য জিনিসের প্রস্তুতি।
  • Link to this news (আজকাল)