মজুরি নিয়ে বচসা, শ্রমিককে বিদ্যুৎস্পৃষ্ট করে ‘মারল’ মালিক
আজকাল | ২২ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শ্রমিকের মজুরি দেওয়াকে কেন্দ্র করে বচসার সময় বিদ্যুৎ পরিবাহী তার ছুড়ে মারার ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রানীবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই শ্রমিকের নাম মজিবুর খান (৪০)। তার বাড়ি নবগ্রাম থানার মধুনিয়া গ্রামে । মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যে দেহটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আলি হাসান নামে পেশায় শিক্ষক এক ব্যক্তি গত কয়েক মাস ধরে রানীবাগান এলাকায় তাঁর নতুন বাড়ি তৈরি করছেন। ওই বাড়িতে মজিবুর-সহ আরও কয়েকজন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে বিদ্যুতের তার এবং বিভিন্ন সুইচ লাগানোর পর মজিবুর বাড়ির মালিকের কাছ থেকে প্রাপ্য টাকা চাইতে যান। কিন্তু সেই সময় মজুরি সংক্রান্ত কোনও একটি বিষয়কে কেন্দ্র করে মজিবুর এবং আলি হাসানের মধ্যে বিবাদ বেঁধে যায়।
অভিযোগ উঠেছে, সেই সময় রাগের মাথায় আলি হাসান, মজিবুরকে লক্ষ্য করে কয়েকটি বিদ্যুতের তার ছুড়ে মারেন। সেই তারগুলোর মধ্যে বেশ কয়েকটি তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল।
বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনায় গুরুতর আহত হন মজিবুর। এরপর দ্রুত তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।
মহম্মদ ওবাইদুর রহমান নামে মৃত ওই ব্যক্তির এক আত্মীয় জানান,' আমার শ্যালক মজিবুর খান-সহ আরও কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে বিদ্যুতের তার লাগানো-সহ বিভিন্ন রকমের কাজ করছিলেন। গতকাল সব কাজ শেষের পর সমস্ত শ্রমিক বেরিয়ে যাওয়ার পর মজিবুর বাড়ির মালিক আলি হাসানের কাছ থেকে তাঁদের প্রাপ্য টাকা চাইতে যান।' তিনি জানান,'আমি শুনেছি আলি হাসান প্রাপ্য টাকা না দিয়ে মজিবুরের সঙ্গে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হঠাৎই আলি হাসান, মজিবুরকে লক্ষ্য করে হাতের কাছে থাকা কিছু বিদ্যুতের তার ছুড়ে মারেন। এই তারগুলোর মধ্যে একটি তারে বিদ্যুৎ সংযোগ থাকায় ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সংজ্ঞা হারান মজিবুর। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে তাঁর মৃত্যু হয়।'
বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে অপর একটি ঘটনায় কাজ না করে বাড়িতে চুপচাপ বসে থাকায় বাবা-মা-র বকাবকিতে 'অপমানিত' হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাসুদেবপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম বিমান কোনাই (২০)। বাড়ির কাছেই তিনি একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,কয়েক বছর আগে বিমান হটাৎই পড়াশোনা ছেড়ে দেন। তারপর থেকে বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করতে শুরু করেধ। গত বেশ কয়েক মাস ধরে সে কোনও কাজ না করে চুপচাপ বাড়িতে বসে থাকত। এই ঘটনাকে নিয়েই বুধবার বিমানের বাবা-মা তাঁকে বকাবকি করেধ এবং নিয়মিত কাজে যেতে বলেন। অভিযোগ বাবা-মার বকাবকিতে 'অপমানিত' হয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।।