মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানকে চামড়া খুলে নিতে চেয়ে পোস্টার পড়ল
আজ তক | ২২ আগস্ট ২০২৫
Mekhliganj Municipality Poster: পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনীর চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে পোস্টার পড়ল মেখলিগঞ্জে।বৃহস্পতিবার সকালে মেখলিগঞ্জ মদনমোহন বাড়ির সীমান্ত প্রাচীর ও শিশু উদ্যানের পিলারে স্থানীয় কয়েকজন এরকম পোস্টার নজরে আসে। তারপরই হইচই শুরু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
পোস্টারে লেখা ছিল ‘চেয়ারম্যানের চামড়া, তুলে নেবো আমরা’। পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনীর নামে এরকমই পোস্টার পড়ল মেখলিগঞ্জে (Mekhliganj)। যা নিয়ে শোরগোল এলাকায়।
সেই পোস্টারে লেখা আছে,‘চেয়ারম্যানের চামড়া, তুলে নেবো আমরা’, ‘চেয়ারম্যানের কিসের ভয়, এমএলএ তোমার কী হয়?’ এ ধরনের লেখা ছিল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এরপর সেই পোস্টার ছিঁড়ে ফেলেন তৃণমূল (TMC) কর্মীরা। দুপুর নাগাদ এ নিয়ে মেখলিগঞ্জ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান।
প্রভাত পাটনী বলেন, ‘এদিন সকালে স্থানীয় কয়েকজন মদনমোহনবাড়ি এলাকায় এই পোস্টার দেখতে পান। এরপর তাঁরাই আমাকে খবর দেন। সেখানে আমাকে ও মেখলিগঞ্জের বিধায়ককে ধমকি দেওয়া হয়। সেই বিষয়ে মেখলিগঞ্জ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।’ কে এমনটা করেছে সেই বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান তিনি। তাঁর কথায়, গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য বা অন্য কোনো কারণে কেউ করতে পারে। মেখলিগঞ্জ থানার তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।