খুনের মামলায় শর্তসাপেক্ষে জামিন MLA পরেশের, স্বস্তি দুই TMC কাউন্সিলরেরও
আজ তক | ২২ আগস্ট ২০২৫
বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের বিধায়ক পরেশ পাল। অবশেষে স্বস্তি পেলেন শাসক দলের বিধায়ক। শর্তসাপেক্ষে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। এক লক্ষ টাকার বণ্ডে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। পরেশ পালের পাশাপাশি কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও এদিন জামিন মঞ্জুর করে আদালত।
পরেশ, স্বপন ও পাপিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছিলেন কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। গাছ কাটা নিয়ে বিবাদের জেরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই মামলায় পরেশ পাল ছাড়াও নাম জড়িয়েছিল ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। স্বপন সমাদ্দার আবার কলকাতা পুরসভার মেয়র পারিষদও (বস্তি)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে এবং এক লক্ষ টাকার বন্ডে তিন জনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন।
পরেশ পাল আগাম জামিন পেলেও তাঁকে একাধিক শর্ত দেওয়া হয়েছে আদালতের পক্ষে। নারকেলডাঙা থানা এলাকার শীতলা তলায় ঢুকতে পারবেন না তাঁরা। কাউকে হুমকি দেওয়া যাবে না। দেশ ছাড়তে পারবেন না পরেশ পাল সহ বাকিরা। এই শর্তগুলি তখনই প্রযোজ্য হবে, যদি সিবিআই সমনে পরেশ পাল গ্রেফতার হন তখন। সেই সময় জামিন পেয়েই যাবেন, পাশাপাশি এই শর্তগুলি তখন প্রযোজ্য হবে।
চার বছর আগে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল বিধায়ক পরেশ পাল , কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। এ ব্যাপারে আদালতে আগে চার্জশিটও পেশ করে সিবিআই। প্রসঙ্গত, অভিজিৎ সরকারের খুনের ঘটনার প্রথম চার্জশিটে এই তিনজনের নাম ছিল না। চার বছর পর সিবিআই হঠাৎ করে নাম অন্তর্ভুক্ত করায় উঠছে প্রশ্ন। আদালতের পর্যবেক্ষণ, এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে অভিযুক্তদের আগাম জামিন প্রাপ্য।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেলেঘাটার বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। তাঁদের দাবি, সরাসরি এই তৃণমূল বিধায়কেরই মদতে অভিজিতকে খুন করা হয়। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ খুনের চার্জশিটে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের পাশাপাশি পরেশ পালেরও নাম জোড়ে সিবিআই। এই মামলায় এবার গ্রেফতার হলেও জামিন পাবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।