• দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক
    দৈনিক স্টেটসম্যান | ২২ আগস্ট ২০২৫
  • তৃণমূল কর্মী আবু মিয়া খুনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দিনহাটায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। আদালত থেকে বেরোনোর পথে তাঁর গাড়ি লক্ষ্য করে পচা ডিম, পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কোনও আঘাত লাগেনি। এদিন তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এই বিক্ষোভের পিছনে শাসকদল তৃণমূলের কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেন নিশীথ।

    উল্লেখ্য, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় সিতাই বিধানসভার গীতালদহে তৃণমূল নেতা আবু মিয়াঁ খুন হন। সেই মামলায় নাম জড়ায় কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথের। নিশীথ সহ মোট ৪১ জনের বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই সময় তিনি তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন। তৃণমূল যুব ও মাদার তৃণমূলের দ্বন্দ্বের জেরেই খুন হতে হয়েছিল আবু মিয়াঁকে। এদিন এই সংক্রান্ত মামলাতেই নিশীথ আদালতে হাজিরা দিতে যান।

    সেই সময় স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। অবশেষে নিরাপত্তারক্ষীরা কোনওরকমে নিশীথকে আদালতের ভিতরে নিয়ে যান। যদিও তৃণমূল নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, বিজেপি যেভাবে বাঙালিদের হেনস্থা করছে তা নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখিয়েছে।

    বৃহস্পতিবার সকালে নিশীথের হাজিরার আগে দিনহাটা আদালত চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে আদালতের বাইরে বেশ কয়েকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। জয় বাংলা স্লোগান দিয়ে নিশীথকে কালো পতাকা দেখানো হয়। তাঁর কঠোর শাস্তিরও দাবি জানান জনতা।

    নিশীথের অভিযোগ, আদালত চত্বরে তৃণমূল এরকম কাণ্ড ঘটিয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। মামলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে সেই ধারায় এখনও পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হয়নি। তাই তিনি আশাবাদী, তিনি বেকসুর খালাস পাবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)