• ফোন দেখানোর নামে নাবালিকাকে ধর্ষণ জলপাইগুড়ির যুবকের, ২০ বছরের সাজা শোনাল আদালত
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • শান্তনু রায়, জলপাইগুড়ি: নতুন ফোন দেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণ। যুবককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও পাঁচ বছরের সাজা ঘোষণা করল আদালত। একই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক।

    ২০২২সালের আগস্ট মাসে জলপাইগুড়ির এনজেপি থানা এলাকার ঘটনাটি ঘটে। প্রতিবেশী যুবকের লালসার শিকার হয় নাবালিকা। মোবাইল দেখানোর নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কাউকে বিষয়টি জানালে পরিমাণ ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হতেই যুবকের নামে থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার। গ্রেপ্তার করা হয় যুবককে। প্রায় তিন বছর ধরে মামলা চলে। ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্যর ভিত্তিতে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত যুবককে সাজা শোনান বিচারক।

    জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানান, দোষী সাব্যস্ত যুবককে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু’মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে নাবালিকার পরিবরাকে আর্থিক সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (প্রতিদিন)