• পুজোর আগে রাজ্য পুলিশে একাধিক রদবদল, কে কোন পদ পেলেন?
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • মলয় কুণ্ডু: পুলিশের শীর্ষস্তরে একাধিক পরিবর্তন করল নবান্ন। যার মধ্যে রয়েছেন বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের ডিসি পদে নয়া দায়িত্বও। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে রদবদলের কথা জানানো হয়েছে। সবমিলিয়ে তালিকায় ডায়মন্ড হারবার ও বারাকপুরের শীর্ষ পুলিশকর্তা-সহ মোট ৬ জেলা পুলিশ ও কমিশনারেটের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কে, কোন পদে এলেন।

    একে রুটিন বদলি বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, ডায়মন্ড হারবার  ও বারাকপুরের আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ সুপার ও  কমিশনারদের বদলি করা হয়েছে।  খুব দ্রুতই নতুন দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জায়গায় গিয়ে নিজেদের দায়িত্ব বুঝে নেবেন।
  • Link to this news (প্রতিদিন)