সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তার মাঝেই উঠল মারাত্মক অভিযোগ। কেরলে কাজে গিয়ে গণধর্ষণের শিকার মহেশতলার সন্তোষপুরের নাবালিকা! ১৮ আগস্ট ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতাকে কেরলের একটি হোমে পাঠানো হয়েছে।
নির্যাতিতা মহেশতলার সন্তোষপুরে ১১ নম্বর ওয়ার্ডের ১৬ বিঘা বস্তি এলাকার বাসিন্দা। সম্প্রতি ১৭ বছর বয়সী কিশোরী একটি শপিংমলের কাজ নিয়ে কেরলে যায়। কেরালায় মা, দাদু ও দিদার সঙ্গেই থাকতো। ১৮ আগস্ট জ্বর অনুভব করায় বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় তাকে দুষ্কৃতীরা অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ মহেশতলা পুরসভার কাউন্সিলর ও ১১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিস দাস জানান, কেরলের স্থানীয় থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতা কিশোরীকে কেরলের একটি হোমে পাঠানো হয়েছে।
এদিকে খবর গিয়েছে এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অফিসে এই খবর যাওয়ার পরই নির্যাতিতাকে হোম থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগী স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভাশিস জানান, সাংসদের নির্দেশে ওই নির্যাতিতা কিশোরীকে কেরল থেকে বাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কিশোরীর মামা-সহ একটি প্রতিনিধি দলকে কেরলে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলা থানার পুলিশও নির্যাতিতাকে ফিরিয়ে আনতে কেরলে যাচ্ছে।