• ‘অর্পিতা চিরবিদায়’! ডায়রিতে লাল কালিতে প্রেমে যন্ত্রণার কথা লিখে ‘আত্মঘাতী’ নদিয়ার যুবক
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া:  ‘অর্পিতা চিরবিদায়!’ নদিয়ার বাড়ি থেকে যুবকের মৃতদেহের পাশে লাল কালিতে প্রেমের যন্ত্রণার কথা লেখা ডায়রি উদ্ধারের ঘটনায় রহস্য আরও বাড়ল। বৃহস্পতিবার ভোরে  নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাবলাবন এলাকার বাসিন্দা ৩০ বছরের বাপন বিশ্বাসের দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ডায়রির পাতায় লেখা সুইসাইড নোট থেকেই প্রেমের সম্পর্কে টানাপোড়েনের অনুমান করছে পুলিশ।

    বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন এই ঘটনা জানতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপরই এলাকাবাসী ছুটে এসে দেখেন, ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ। তড়িঘড়ি উদ্ধার করে থাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, বাপন ধানের গোলায় কাজ করতেন।

    পরিবারের তরফে জানানো হয়েছে, ওই যুবক মৃত্যুর আগে একটি ডায়রিতে লাল কালি দিয়ে তিন পাতায় নিজের গোপন কথা জানিয়েছেন। যেখানে লেখা ‘অর্পিতা’ নামে এক মেয়ের নাম। সেই লেখা দেখেই পরিবারের সন্দেহ হয় অর্পিতার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে সমস্যা হওয়ার কারণেই তিনি নিজেকে শেষ করে ফেলার মতে সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের ধারণা। তিন পাতার লেখা ওই ডায়রিটি পুলিশের হাতে ইতিমধ্যে তুলে দিয়েছে পরিবার। ওই ডায়রি দেখে এবং পরিবারের সঙ্গে কথা বলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)