• রাজ্য পুলিশে বড় রদবদল, ডায়মন্ড হারবার-শিলিগুড়ির পুলিশকর্তাদের বদলির নির্দেশ
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • পুজোর একমাস আগেই রাজ্য পুলিশে বড় রদবদল। হাওড়া, শিলিগুড়ি থেকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশকর্তাদের রদবদলের সিদ্ধান্ত নিল নবান্ন। এটাকে রুটিন বদলি বলেই জানানো হয়েছে নবান্নের তরফে।

    দু'টি জেলার এসপি পদে পরিবর্তন করা হয়েছে। কালিম্পঙের এসপি শ্রীহরি পান্ডেকে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে পাঠানো হয়েছে। কালিম্পঙের নতুন এসপি হচ্ছেন অপরাজিতা পাল। তিনি নর্থ বেঙ্গল আইবির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে ছিলেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি পদে ছিলেন রাহুল গোস্বামী। তাঁকে পাঠানো হচ্ছে দেবগ্রামের র‌্যাফ-এর অফিসার পদে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি হচ্ছেন বিশপ সরকার। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের নর্থ ডিসি পদে ছিলেন।

    এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুরকে পাঠানো হচ্ছে হাওড়া পুলিশের ডিসি নর্থ করে। সেই জায়গায় আসছেন কিউ এস আহমেদ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি অম্লানকুসুম ঘোষকে পাঠানো হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে। উল্লেখ্য, গত এপ্রিল মাসেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের এসপি পদে রদবদল করা হয়েছিল। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব এবং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়কে বদলি করে সেই জায়গায় মুর্শিদাবাদে নিয়ে আসা হয় IPS কুমার সানি রাজ এবং জঙ্গিপুরে নিয়ে আসা হয় কুমার অমিতকে।

  • Link to this news (এই সময়)