সংবাদদাতা, পুরাতন মালদহ: দুর্গাপুজোর মুখে ইংলিশবাজার এবং পুরাতন মালদহ শহরের মহানন্দা সেতুর একাংশে পথবাতি জ্বলছে না। ওই সেতু দিয়ে পুরাতন মালদহ থেকে ইংলিশবাজার যাওয়ার পথে একটি ক্লাবের আগে ১০০ মিটারের বেশি রাস্তা অন্ধকারে ঢেকে থাকছে। অন্যদিকে, ইংলিশবাজার থেকে পুরাতন মালদহ শহরে প্রবেশের সময় সেতু থেকে মঙ্গলবাড়িগামী রাস্তাতেও একই সমস্যা। এতে সন্ধ্যার পরে দুই শহরের বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে। দুই পুরসভা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
ইংলিশবাজার এবং পুরাতন মালদহ শহরের দিয়ে মহানন্দা নদী প্রবাহিত হয়েছে। নদীর উপর এই সেতু কার্যত উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের লাইফ লাইন। সেতু দিয়ে শিলিগুড়ি এবং হিলির বিভিন্ন যানবাহন চলাচল করে। পাশাপাশি, দুই শহরের বাসিন্দাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর একাংশ অন্ধকারে ঢেকে থাকছে। দুর্গাপুজোয় দর্শনার্থীদের ঢল নামবে। তাঁদের কথা মাথায় রেখে সেতুর বন্ধ থাকা পথবাতিগুলি দ্রুত সংস্কারের দাবি উঠেছে।
মঙ্গলবাড়ির বাসিন্দা সবুজ ঘোষ বলেন, জেলায় যোগাযোগের প্রাণ মহানন্দা সেতু। কাজের প্রয়োজনে ইংলিশবাজারে যেতে হয়। ফিরতে রাত হয়। অনেক দিন লক্ষ্য করছি, সেতুর কিছুটা অংশ অন্ধকার হয়ে থাকছে। গাড়ির আলো চোখে পড়লে কিছু দেখা যায় না। বড় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে?
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, কিছু পথবাতি বন্ধ হয়ে রয়েছে। সেজন্য একাংশ অন্ধকার। পূর্তদপ্তরকে বিষয়টি বলা হয়েছে। অন্যদিকে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শুভময় বসু বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্ধকারে ডুবে রয়েছে মহানন্দা সেতুর একাংশ।-নিজস্ব চিত্র