সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ ১১৮১ কোটি। সবমিলিয়ে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ২৯ কিমি রেলপথ, তিনটি রেলস্টেশন, ফ্লাইওভার, ব্রিজ সহ নানা কাজের জন্য ওই খরচ হবে বলে রেলমন্ত্রক জানিয়েছে। জমি অধিগ্রহণ শেষ হতেই রেলের কাজে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বালুরঘাট শহরে রেলস্টেশন সংলগ্ন রাস্তায় ফ্লাইওভারের কাজ শুরু করে দিল রেল। তার জন্য নির্ধারিত জায়গা খালি করার কাজ শুরু হয়েছে। রেল সূত্রে খবর, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত দুই দফায় কাজ হবে। প্রথম দফায় বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত ১৩.৮ কিমির কাজ এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে কামারপাড়া থেকে হিলি পর্যন্ত কাজ হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত বরাদ্দ হয়েছে ১১৮১ কোটি টাকা। কাজটি দুই দফায় হবে। জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করা হবে।
রেল সূত্রে খবর, বালুরঘাট স্টেশন থেকেই রেললাইন সম্প্রসারিত হয়ে হিলির দিকে যাবে। তার জন্য প্রথমেই ফ্লাইওভার তৈরি করা হবে। স্টেশনের সঙ্গেই বালুরঘাট-তপন রাজ্য সড়ক রয়েছে। তাই নীচ দিয়ে ট্রেন যাবে। উপর দিয়ে গাড়ি ও যানবাহন চলাচল করবে। বালুরঘাটের থানা মোড় থেকে গোবিন্দপুর মোড় পর্যন্ত নতুন করে সড়ক তৈরি হবে। প্রায় ১.১ কিলোমিটার রাস্তা করবে পূর্ত দপ্তর। বাকি ১.৪ কিলোমিটার রাস্তা রেলমন্ত্রক করে দেবে। সেই কাজ রেল শুরু করে দিয়েছে।
বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, জেলাবাসীকে কথা দিয়েছিলাম হিলি পর্যন্ত রেল যাবে। সেই স্বপ্ন পূরণ হবেই। প্রকল্পের জন্য টাকার অভাব হবে না। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলের অনেকগুলি কাজ শুরু হয়েছে। আবার নতুন কিছু কাজ শুরু হচ্ছে। দ্রুত সেই কাজগুলি যাতে শেষ হয়, তা নিয়ে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলব। নিজস্ব চিত্র