ফের চালু ক্যান্সার ওপিডি, পুজোর পর বসবে আরও ৫টি ডায়ালিসিস মেশিন
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: পুনরুজ্জীবিত হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সারের আউটডোর পরিষেবা। সেইসঙ্গে পুজোর পরে বাড়ছে ডায়ালিসিস মেশিন। শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো গড়ে ওঠার পর আউটডোরে রোগীর ভিড় প্রতিদিন বেড়েছে। বিনামূল্যে কেমোথেরাপির পাশাপাশি এখানে ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি ও এফএনএসি পরীক্ষা চালু হয়েছিল। বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্তের সফল অস্ত্রোপচারও হয়েছে।
কিন্তু ডাক্তার চলে যাওয়ার ফলে বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল ক্যান্সার চিকিৎসার আউটডোর পরিষেবা। সেক্ষেত্রে শিলিগুড়ি শহর লাগোয়া ক্যান্সার আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার ভরসা করতে হতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর। সেখানে যাওয়া আসার সমস্যার কারণে একটা অংশের গরিব মানুষের বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এক নতুন সমস্যা দেখা দিয়েছিল।
গত একমাস হল শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রতি মঙ্গল ও শুক্রবার করে ক্যান্সার চিকিৎসার আউটডোর পরিষেবা শুরু হয়েছে। প্রতি শুক্রবার টিউমার বোর্ড বসছে। হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, চিকিৎসক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক পাইনি। যারজন্য ক্যান্সার চিকিৎসার আউটডোর পরিষেবা বেশ কয়েক মাস বন্ধ রাখতে হয়েছিল। যে রোগীরা আসতেন এবং যাঁদের কেমোথেরাপির প্রয়োজন হতো সকলকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে। আবার চিকিৎসক আসায় আমরা একমাস হল এই ক্যান্সার চিকিৎসার আউটডোর পরিষেবা চালু করেছি। আগের মতোই এখানে ক্যান্সার নির্ণয় হবে। ক্যান্সার আক্রান্তরা এখান থেকে তাঁদের চিকিৎসা পরিষেবা পাবেন। এ খবর জানতে পেরে ক্যান্সারের আউটডোরে আবার রোগীরা আসছেন।
এখন এই হাসপাতালে পাঁচটি ডায়ালিসিস মেশিন রয়েছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পাঁচটি মেশিন দিয়ে পরিষেবা সামাল দিয়ে ওঠা যাচ্ছে না। বাস্তব এই পরিস্থিতি পর্যালোচনা করে একবছর আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে আরও পাঁচটি ডায়ালিসিস মেশিন বসানোর সিদ্ধান্ত হয়। সেইমতো টেন্ডার করে নতুন একটি কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুজোর পর আরও পাঁচটি মেশিন এলে মোট ১০টি মেশিন দিয়ে ডায়ালিসিস ইউনিট নতুন করে চালু করা যাবে।