• মধুসূদন কলেজ নিয়ে আশার কথা শোনালেন শিক্ষা প্রতিমন্ত্রী
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয় পুনরায় চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী ভাবছেন। বৃহস্পতিবার মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকিতে এসে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। মন্ত্রী বলেন, এই মহাবিদ্যালয়ের বিষয়টি আমার নজরে ছিল না। এনিয়ে দপ্তরে খোঁজখবর নেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনও পদক্ষেপ করবেন। 

    এদিকে, নিশিগঞ্জ মহাবিদ্যালয় পুনরায় চালুর দাবিতে আন্দোলন করছেন বাসিন্দারা। কিন্তু এখনও পর্যন্ত এনিয়ে সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই হতাশ সাধারণ মানুষ। স্থানীয়রা চাইছেন, সেলফ ফিনান্স নয়, এবার সরকার পোষিত কলেজ করা হোক মধুসূদন হোড় মহাবিদ্যালয়কে। ইতিমধ্যেই গণস্বাক্ষর করা দাবিপত্রও প্রশাসনের কাছে জমা করেছেন আন্দোলনকারীরা। 

    রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই নিশিগঞ্জে সেলফ ফিনান্স কলেজটি চালু হয়। এতদিন ছাত্রছারীদের দেওয়া টিউশন ফি দিয়েই চলছিল কলেজ। তবে অভিন্ন পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পর বিপাকে পড়ে কর্তৃপক্ষ। পড়ুয়া ভর্তি কমে যাওয়ার কারণে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন দিতে সমস্যা তৈরি হয়। কয়েক মাস আগে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কলেজের গেটে তালা ঝুলিয়ে চলে যান। এতে সমস্যায় পড়েন কলেজের বিভিন্ন সেমেস্টারের কয়েকশো ছাত্রছাত্রী। এনিয়ে দফায় দফায় নিশিগঞ্জে আন্দোলন হলেও এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। 

    এদিন মাথাভাঙায় এসে নিশিগঞ্জ কলেজ নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এনিয়ে ভাবছেন। বিষয়টি আরেকবার তাঁর নজরে আনা হবে। আশা করি, সরকার পোষিত কলেজ হিসেবে অনুমোদন পাবে।
  • Link to this news (বর্তমান)