বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষ্যে বিশ্বভারতীর বিনয় ভবনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বোলপুর: বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষ্যে বুধবার শান্তিনিকেতনের বালিপাড়ায় শোভাযাত্রার আয়োজন করল বিশ্বভারতীর বিনয় ভবনের এডুকেশন বিভাগ। সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারই ছিল আয়োজনের মূল লক্ষ্য। সংস্কৃতের অধ্যাপক সনৎকুমার রথের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।
শোভাযাত্রার সূচনা করেন এডুকেশন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান পার্থপ্রতিম সিকদার, প্রহ্লাদ রায় ও শুভ্রদীপ প্রামাণিক। অনুষ্ঠানে সংস্কৃত ভাষার বিভিন্ন দিক প্রসঙ্গে গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সংস্কৃত ভাষার প্রচারের অংশ হিসেবে ভগবদ্গীতা পুস্তিকা বিতরণ করা হয়। এডুকেশন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় অঙ্গনওয়াড়ির শিশুদের সঙ্গেও ভাষার মাহাত্ম্য নিয়ে মতবিনিময় করেন। শোভাযাত্রায় বিনয় ভবনের পড়ুয়ারাও অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন শুভদীপ দে, রুপনা বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ গড়াই, সুনন্দা মুখোপাধ্যায়, নেহা লামা, কৃষ্ণগোপাল দাস, নাসরিন খাতুন সহ অন্যান্যরা। সংস্কৃত ভাষার প্রসারে এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। • নিজস্ব চিত্র