• কিউআর কোড থাকলেও হেনস্তার অভিযোগ, কৃষ্ণনগর পুরসভায় বিক্ষোভ টোটোচালকদের
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভার সামনে বিক্ষোভ, ধর্না করলেন  টোটোচালকরা। তাঁদের অভিযোগ, পুরসভার তরফে শহরের টোটো চালকদের কিউআর কোড দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্বেও মোটর ভেহিকল ইন্সপেক্টররা টোটোর আরটিও নম্বর না থাকার জন্য চালকদের জরিমানা করছেন। বৃহস্পতিবার দিনভর টোটো চালকরা পুরসভার সামনে বিক্ষোভ দেখান। যা নিয়ে শহরে তোলপাড় পড়ে যায়। কৃষ্ণনগর শহরের টোটো ও গ্রামের টোটো আলাদা করার জন্য পুরসভার তরফে কিউআর কোড দেওয়ার ব্যবস্থা চালু হয়েছিল। শহরের বহু টোটোকে ইতিমধ্যেই কিউআর কোড দেওয়াও হয়েছে। সেই কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট চালক শহরের বাসিন্দা না গ্রামের সেটা জানা যাবে। কারণ কৃষ্ণনগরে টোটো চালানোর জন্য শহরের চালকদের অনুমতি দেওয়া হয়।‌ কিন্তু টোটো চালকদের অভিযোগ, কিউআর কোড থাকা সত্বেও মোটর ভেহিকল ইন্সপেক্টররা তাঁদের হেনস্থা করছেন। বিক্ষোভকারী দিলীপ তামাল বলেন, শহরে টোটো চালানোর জন্য আমাদের পুরসভা কিউআর কোড দিয়েছে। কিন্তু তারপরেও আমরা নানা বাধার সম্মুখীন হচ্ছি। এই ব্যাপারে কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস বলেন, আমি আজ পুরসভা যায়নি। তাই এই ব্যাপারে কিছু বলতে পারব না। 

    অন্যদিকে কৃষ্ণনগর পুরসভায় চেয়ারম্যানের নেমপ্লেট বদলে ফেলা হয়েছে। চেয়ারপার্সন অপসারণের কারণে সেখানে ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাসকে ‘অ্যাক্টিং চেয়ারম্যান’ হিসেবে লেখা হচ্ছে। যদিও কাউন্সিলারদের একাংশের দাবি, এইভাবে চেয়ারম্যানের নেমপ্লেট বদল করা যায় না। কারণ এনিয়ে কোনওরকম মিটিং হয়নি। যদিও এই ব্যাপারে নরেশচন্দ্র দাস বলেন, সেরকম কিছু  হয়নি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)