• ভারী বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া শহর বিঘ্ন ‘আমাদের পাড়া’ শিবির
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার জলমগ্ন হল বাঁকুড়া শহর। এদিন দুপুরে শহরের একাংশে জল থইথই অবস্থা হয়। এদিন সতীঘাট এলাকায় বাইপাসে জল জমে যায়। নিকাশি নালা উপচে জল রাস্তায় এসে পড়ে। রাস্তাজুড়ে প্রবল স্রোতে কার্যত নদীর মতো জল বইতে থাকে। তারফলে যানবাহন চলাচলে সমস্যা হয়। শহরের একাধিক ওয়ার্ডও জলমগ্ন হয়ে পড়ে। বেশকিছু দোকান ও বাড়িতেও জল ঢুকে যায়। জল জমে থাকায় শহরের বাসিন্দাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। 

    বাঁকুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে তা মূলত দুপুরের দিকে দু’ঘণ্টার মধ্যেই হয়েছে। সকালের দিকে বাঁকুড়া শহর ও আশপাশে তেমন বৃষ্টি হয়নি। দুপুরের পর থেকে অবশ্য রাত পর্যন্ত ইলশে গুঁড়ির মতো বৃষ্টি চলতেই থাকে। বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, এদিন দুপুরে প্রায় দু’ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। তার ফলে নিকাশি নালা দিয়ে ওই জল বেরতে পারেনি। নালা উপচে জল রাস্তায় উঠে যায়। বৃষ্টির জেরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির শিবিরেও বিঘ্ন ঘটেছে। উপভোক্তাদের এক হাঁটু জল ডিঙিয়ে শিবিরে পৌঁছতে হয়। একাধিক ওয়ার্ডেও জল জমার খবর পেয়েছি। এর আগে বৃষ্টিতে আমার বাড়িতেও জল ঢুকে যায়। তিনি আরও বলেন, বাঁকুড়া শহরের নিকাশি নালার হাল ভালো। দীর্ঘদিন পর শহরে অল্প সময়ে এত বেশি বৃষ্টি হওয়ার কারণে জল জমতে দেখলাম। তবে কিছু জায়গায় নিকাশি নালায় প্লাস্টিক, বাড়ি ও দোকানের বর্জ্য ফেলার কারণে তা বুজে যাচ্ছে। তারফলে ভালোভাবে জল নিকাশি হতে পারছে না। সেই কারণে সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। ইতিম঩ধ্যে নিকাশি নালা সাফা‌ই঩য়ের নির্দেশ দেওয়া হয়েছে।  

    শহরের পাঠকপাড়ার বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, এদিন সতীঘাট হয়ে বাড়ি ফিরছিলাম। সতীঘাট বাইপাসে ড্রেন ও রাস্তা একাকার হয়ে গিয়েছিল। রাস্তার মাঝে থাকা ডিভাইডারও জলের তলায় চলে যায়। তারফলে বাইক চালাতে প্রচণ্ড সমস্যা হয়। নিকাশি নালা পরিষ্কারের ব্যাপারে পুরসভার পদক্ষেপ গ্রহণ করা উচিত। 

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাঁকুড়ায় সেভাবে বৃষ্টি হয়নি। ফলে সতীঘাট বাইপাস সংলগ্ন গন্ধেশ্বরী নদীতেও তেমন জল ছিল না। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির জল শহরের নিকাশি নালার জল সহজেই নদী হয়ে চলে গিয়েছে। এদিনও জল দ্রুত নেমে যাওয়ার কথা। কিন্তু, প্লাস্টিকের ক্যারিব্যাগ ও জলের বোতলে নালার মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে নদী পর্যন্ত জল পৌঁছতেই অনেক সময় লেগে যায়। সেই কারণে রাস্তাঘাট ও ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। নিকাশি নালা সাফাইয়ের পাশাপাশি সেগুলি সংস্কারেরও প্রয়োজন 

    রয়েছে বলে বাসিন্দারা মনে 

    করছেন। -নিজস্ব চিত্র  
  • Link to this news (বর্তমান)